শিরোনাম
◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:৩২ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পাঠান’ ছবির সাফল্য নিয়ে শাহরুখ ও সালমান খানের কথা

শাহরুখ খান-সালমান খান

ইমরুল শাহেদ: রাকেশ রোশনের ‘করণ অর্জুন’ (১৯৯৫) ছবির ২৭ বছর পর যশ রাজ ফিল্মসের প্রধান আদিত্য চোপড়া নিবেদিত ও সিদ্ধার্থ আনন্দ পরিচালিত গোয়েন্দা শিহরিত অ্যাকশন ‘পাঠান’ ছবিটিতে কাজ করলেন শাহরুখ খান ও সালমান খান জুটি। টেলিগ্রাফ

সালমান খান বলেন, শাহরুখ খানের সঙ্গে আমার কাজ করার জন্য একটি বিশেষ ছবি প্রয়োজন ছিল। পাঠান সেই ঘরানারই একটি ছবি। আমরা জুটি হয়ে করণ অর্জুন ছবিটি করেছি, ছবিটি ছিল ব্লকবাস্টার এবং এখন পাঠান ছবিটিও ব্লকবাস্টার হয়েছে। আমার মতে, এই গোয়েন্দা ছবিটি যশ রাজ ফিল্মসের একটি অংশ।’

তিনি বলেন, ‘আমি জানি দর্শক আমাদের দু’জনকে একসঙ্গে দেখতে চায়। আমি আনন্দিত যে, তারা আমাদের পাঠান ছবিটি সানন্দে গ্রহণ করেছে। দৃশ্যের বর্ণনা শুনেই আমি রাজী হয়ে যাই। তিনি আমাকে ধারণা দিয়েছেন, তিনি কি করতে চান।’

আদিত্য চোপড়া ও সিদ্ধার্থ আনন্দের চিন্তা-চেতনার প্রশংসা করে সালমান খান বলেন, ‘ছবিটিতে আমাদের দু’জনের অ্যাকশনই দুই জনের ভক্তদের খুশি করেছে। আমাদের ভক্তরা কি চায় তা বিবেচনায় রেখে পর্দায় আমাদের উপস্থাপন করেছেন আদিত্য। সিদ্ধার্থ আমাদেরকে যেভাবে উপস্থাপন করেছে, সেটা ছিল প্রতিভার কাজ।’

শাহরুখ খান বলেন, ‘একসঙ্গে কাজ করার জন্য আমরা একটি সুন্দর চিত্রনাট্যের জন্য অপেক্ষা করছিলাম। বিশ্বাস করুন সালমান এবং আমি বরাবরই একসঙ্গে কাজ করার অপেক্ষায় ছিলাম। আমরা একটি ভালো চিত্রনাট্যের জন্য অপেক্ষা করছিলাম। কারণ আমরা দু’জনেই জানি যে, আমাদেরকে একসঙ্গে পর্দায় দেখার জন্য দর্শক কতোটা আগ্রহী। 

ভক্তদের চাহিদা অনুসারেই আমাদের কাজ করা উচিত। আমরা যদি যথাযথ ছবিতে কাজ না করি তাহলে ছবিটি ব্যর্থ হবে এবং আমরাও দর্শককে হতাশ করবো।’

ভেরাইটির প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাঠান’ ছবিটি মুক্তি পেয়েছে ২৫ জানুয়ারি। ভারতের বক্স অফিসে এটাই হলো সবচেয়ে সেরা বাণিজ্য সফল ছবি এবং বিশ্বজুড়ে উপার্জন করেছে ৯৪.৫ মিলিয়ন মার্কিন ডলার।

আইএস/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়