শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:১৩ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'ফুয়া খারাপ নায়' সিলেটি গান নিয়ে এলেন সাদিয়া লিজা 

মনিরুল ইসলাম: সঙ্গীতাঙ্গনের তরুণ প্রজন্মের সুরেলা গায়িকা সাদিয়া লিজা। অডিও, স্টেজ ও টেলিভিশন শো মাতানো এই গায়িকা প্রথম বারের মতো  সিলেটের আঞ্চলিক ভাষায় একটি মৌলিক গান গেয়েছেন। গানটি ইতোমধ্যে আশা জাগানিয়া জনপ্রিয়তা অর্জন করে শ্রোতা - দর্শকদের মুগ্ধতায় ভরে দিয়েছেন। গানটির শিরোনাম 'ফুয়া খারাপ নায়'। গানটি লিখেছেন ও সুর করেছেন চৌধুরী কামাল। আর এই গানে সাদিয়া লিজা'র সঙ্গে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন গীতিকার - সুরকার চৌধুরী কামাল  নিজে। গানটির সঙ্গীতায়োজন করছেন এম এ রহমান।

 সাদিয়া লিজা বলেন, চৌধুরী কামাল  লন্ডন প্রবাসী। সঙ্গীতপ্রেমী এই মানুষটি গান ভালোবাসেন, পছন্দ করেন। বিশেষ করে দেশীয় লোকগান নিয়ে বেশী কাজ করেন। সেই সুবাদে আমাকে এই মর্ডাণ ফোক গানটি উনি পাঠিয়েছিলেন আমাকে শুনার জন্যে। গানটি শুনে আমার ভালো লাগলো। অতঃপর গানটি দুজনে মিলে গাইলাম। খুব অল্প সময়ের মধ্যেই গানটি আমরা স্টুডিও ভার্সন করে দর্শকদের সামনে উপস্থাপন করেছি। খুব সাধারণ ভাবে উপস্থাপন করেও যে অল্প সময়ে গানটি সবাই পছন্দ করবেন, শুরুতে তা বুঝিনি। গানটি মাত্র দুই সপ্তাহে প্রায় দেড় লক্ষবার শুনেছেন শ্রোতারা এবং এর পাশাপাশি দেখলাম টিকটকেও প্রায় ৬০ হাজার ভিডিও হয়েছে এই গানটির।

তিনি  জানান, গানটির মূল ভিডিওটি দেখা যাচ্ছে চৌধুরী কামাল ভাইয়ের নিজস্ব ইউটিউব চ্যানেলে  Ck And Music এ।

সাদিয়া লিজা বলেন, অল্প সময়েই গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিভিন্ন প্রোগ্রামে গেলে দর্শক - শ্রোতা আর আমার ভক্তরা জিজ্ঞেস করছেন - আপু সিলেটের আপনার গানটা গাইবেন না ? আমি তখন মজা করে বলি যে, কামাল ভাই বাংলাদেশে আসলে ওনার সঙ্গেই গাইবো গানটা।

 তিনি আরও বলেন, এই মৌলিক গানটি আমাদের মডার্ন ফোক ধরার গান গাইতে উৎসাহিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়