শিরোনাম
◈ ভারতে মন্দিরের কুপ বিধ্বস্তে মৃতের সংখ্যা ৩৫ ◈ মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটের ৯স্টেশন চালু ◈ রাশিয়ায় শিশুকন্যা যুদ্ধবিরোধী  ছবি আঁকায় বাবার কারাদণ্ড ◈ জলবায়ু ন্যায়বিচার ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদে ঐতিহাসিক প্রস্তাব গৃহীত ◈ ১২ জেলা ও ৩৯ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবা চালু  ◈ গণমাধ্যমের কণ্ঠ নিস্তব্ধ করার জন্য চূড়ান্ত দমন চালানো হচ্ছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশ ও ভিয়েতনামের অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর  ◈ মন্দা ও লুটপাটে দেশের অর্থনীতি বিপর্যস্ত: জি এম কাদের ◈ আদালতে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান ◈ শিক্ষার্থী অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার দুই শিক্ষিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২২, ১২:৪৩ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২২, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুবলীকে কতোটা পরিচ্ছন্ন করলো ভিডিও বিবৃতিটি

ইমরুল শাহেদ : বুবলী শাকিব খানকে ৪১ মিনিট ২৪ সেকেন্ডের দীর্ঘ এক ভিডিও বিবৃতিতে স্বামী দাবি করলেও শাকিব খান বিয়ের কথা স্বীকার করে বলেছেন, বুবলীর সঙ্গে তার দীর্ঘদিন কোনো সম্পর্ক নেই। কিন্তু স্বামী হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে তিনি ভিডিওটিতে উল্লেখ করেছেন, শেহজাদ খান বীরের জন্মের সময় বুবলী যুক্তরাষ্ট্রে ছিলেন প্রায় এক বছর।

সে সময় তার বেশ অংকের অর্থ ব্যয় হয়েছে এবং শাকিব খান তাকে দিয়েছেন কেবল ১৫ হাজার ডলার। অবশিষ্ট ৩০ হাজার ডলার বুবলী নিজেই খরচ করেছেন। এছাড়া ভরণপোষণ বাবদ তিনি শাকিব খানের কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করেন না।

ভিডিও বিবৃতিটিতে তিনি উল্লেখ করেছেন, বিয়ের আগে শাকিব খান তার কাছে নিজেকে ব্যাচেলর হিসেবে উপস্থাপন করেছেন। শাকিব খান সেটেল করতে চান।

সেই সুবাদে তাদের মধ্যে ক্রমশ সম্পর্ক গড়ে উঠে। কিন্তু যে বিষয়টি তিনি উল্লেখ করেননি সেটা হলো, ফেসবুকে তিনি ‘ফ্যামিলি টাইম’ শিরোনামে শাকিব খান সহ পরিবারের একটি ছবি প্রকাশ করেন।

তখন থেকেই শুরু হয়ে যায় আগের থেকে অনুমাননির্ভর কানাঘুষার চূড়ান্ত পরিণতি। এই সময়েই তিনি অপু বিশ্বাসেরও রোষানলে পড়েন, যা তিনি বিবৃতিতে উল্লেখ করেছেন। সকলের মধ্যেই বিশ্বাস জন্মে যায় যে, বুবলীকে বিয়ে করেছেন শাকিব খান এবং তা ক্যারিয়ারের স্বার্থে গোপন রাখছেন।

গণমাধ্যমকর্মীরা আকারে-ইঙ্গিতে বিষয়টাকে সামনেও এনেছেন। বুবলী দীর্ঘ বিবৃতিতে পরোক্ষে গণমাধ্যমেরও সমালোচনা করেছেন। ভিডিও বিবৃতিটিতে তিনি বলেছেন, তিনি যা বলছেন তার পুরোটাই রেফারেন্স থেকে বলেছেন।

তিনি নিজে থেকে কিছু বলছেন না। বিবৃতিটিতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। বিবৃতিটির এটাই ছিল সুবিধা যে, ফেসবুকে লাইভ করলে তাকে কারো প্রশ্নের মুখে পড়তে হবে না।

বিষয়টা এক তরফাই থেকে গেল। গণমাধ্যমকর্মী তথা দর্শকের মনে তাকে নিয়ে যেসব প্রশ্ন ছিল তা অক্ষুণ্নই থাকলো।

সুতরাং এই ভিডিও বিবৃতিতে তিনি কারো কাছেই পরিস্কার হতে পারলেন না, শুধু নিজের অবদমিত আবেগ প্রকাশ করে শান্তনা পেলেন।      

এএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়