শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৬:২২ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৬:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার্লিন ওয়ার্ল্ড সিনেমা ফান্ড 

৫০ হাজার ইউরো অনুদান পেলেন বাংলাদেশি নির্মাতা রুবাইয়াত 

রুবাইয়াত 

এ্যানি আক্তার: বার্লিন ওয়ার্ল্ড সিনেমা ফান্ডের ৩৭তম অধিবেশনের অনুদান পাওয়া ছবির তালিকা প্রকাশ করা হয়েছে।  ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ছবি নির্মাণের জন্য ৫০ হাজার ইউরো সহায়তা পাবেন বাংলাদেশের নির্মাতা রুবাইয়াত হোসেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৩ লাখ টাকা। প্রতিক্রিয়ায় পরিচালক রুবাইয়াত হোসেন বলেন, এটা আমার জন্য খুবই খুশির খবর। আমার সিনেমাটিকে বেছে নেওয়ায় কৃতজ্ঞ। প্রথম আলো অনলাইন

বার্লিন ওয়ার্ল্ড ফান্ডের জন্য চলতি বছর ৫১টি দেশ থেকে ১৭৬টি সিনেমা জমা পড়ে। সেগুলোর মধ্য থেকে ১১টিকে মনোনীত করেছেন বিচারকেরা। এই তালিকায় বাংলাদেশ ছাড়াও আছে আর্জেন্টিনা, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, চাদ, কলম্বিয়া, ইরান, পেরু, তিউনিসিয়া ও ভেনেজুয়েলার সিনেমা। চূড়ান্ত নির্বাচনে প্রোডাকশন ফান্ডিং বিভাগে জায়গা করে নেয় ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। 

এটি একটি ধারণামূলক ছবি। সেখানে দেখা যায়, দেয়ালে বর্ণিল ফুলের ছাপ। আয়না ধরে আছে একটি হাত, তাতে মুখঢাকা এক নারী। গায়ে লাল-নীল পোশাক, গলায় হার। এর মধ্য দিয়ে একজন নারীর সংগ্রামের গল্প তুলে ধরেছেন রুবাইয়াত হোসেন। তিনি জানান, আগামী বছর সিনেমাটির শুটিং শুরু করবেন।

এ পরিচালকের সর্বশেষ সিনেমা শিমু। ফ্রান্স, ডেনমার্ক, জাপান, পর্তুগালসহ ১০টি দেশে এটি বাণিজ্যিকভাবে মুক্তি পেয়েছিল। চলতি বছর সিনেমাটি হলে মুক্তি পায়। এর আগে ‘ মেহেরজান’ ও ‘আন্ডারকনস্ট্রাকশন’ নামে দুটি ছবি বানিয়েছিলেন রুবাইয়াত হোসেন। সম্পাদনা: খালিদ আহমেদ

এএ/কেএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়