‘ধুমকেতু’-র সাফল্যের পর বাংলা ছবির স্বার্থে ফের প্রাক্তন প্রেমিকের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন টলিউডেরত জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একসময় টলিউডের অন্দরে দেব-শুভশ্রীর প্রেমকাহিনি ছিল চর্চার শীর্ষে।
অনস্ক্রিন রসায়ন যে বাস্তবেও গভীর সম্পর্কে গড়িয়েছিল, তা প্রায় সবারই জানা। সময়ের সঙ্গে সঙ্গে সেই সমীকরণ বদলেছে। শুভশ্রী গঙ্গোপাধ্যায় এখন পরিচালক রাজ চক্রবর্তীর জীবনসঙ্গী, দুই সন্তানের মা।
কাকতালীয়ভাবে দেব-শুভশ্রী জুটির শুরুটাও হয়েছিল রাজ চক্রবর্তীর হাত ধরেই। সেই সময়ের সাক্ষী ছিলেন রাজ নিজেই। অতীত স্মরণ করে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমারও মনে হয়েছিল, ওদের বিয়ে হলে বোধহয় ভালোই হতো।’
রাজ চক্রবর্তীর এই মন্তব্য ফের উসকে দিল পুরনো সেই ‘দেশু’ অধ্যায়। সোমবার এক সাক্ষাৎকারে স্ত্রীর অতীত সম্পর্ক নিয়ে রাজ যে পরিণত ও স্পষ্ট বক্তব্য রাখেন, তা অনেককেই চমকে দিয়েছে।
তবে সেখানেই থেমে থাকেননি তিনি। সঙ্গে যোগ করেন, ‘কিন্তু শুভশ্রী তো আদতে আমার কপালেই ছিল। আর আমিও ওর কপালে ছিলাম—কিছু করার নেই। আমরা খুব হ্যাপি। আর দেবের সঙ্গে যার বিয়ে হবে, সে-ও খুব হ্যাপি থাকবে। দেব খুব ভালো ছেলে।’
স্ত্রীর প্রাক্তন সম্পর্ক নিয়ে এমন সংযত ও স্পোর্টিং মন্তব্য খুব কম মানুষই করতে পারেন বলে মত টলিপাড়ার একাংশের। বিশেষ করে দীর্ঘ এক দশক পর ফের দেবের সঙ্গে কাজ করছেন শুভশ্রী— দেবের ৫১তম ছবির নায়িকা হিসেবে।
এক সময় দেব-শুভশ্রী মানেই ছিল বক্স অফিস সাফল্যের সমার্থক। পর্দার সেই জনপ্রিয় জুটি বাস্তবেও সম্পর্কের বন্ধনে আবদ্ধ হলেও শেষমেশ বিচ্ছেদ অনিবার্য হয়ে ওঠে। অনেক পরে শুভশ্রীর জীবনে আসেন রাজ চক্রবর্তী।
নিজের বক্তব্যে রাজ স্বীকার করেছেন, এক সময় তিনিও দেব-শুভশ্রী সম্পর্কের শুভকামনা করেছিলেন। তবে শেষ পর্যন্ত ভাগ্যের লেখনে শুভশ্রী হয়ে ওঠেন রাজ-ঘরনী। তার কথায়, সবটাই নিয়তির খেলা।
রাজের এই পরিণত মন্তব্যে খুশি নেটিজেনরাও। অনেকের মতে, তিক্ততা ভুলে জীবনসঙ্গিনীর অতীতকে স্বাভাবিকভাবে গ্রহণ করাই প্রকৃত ভালোবাসার পরিচয়। সূত্র: ইত্তেফাক