শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ১১:৩৮ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সালমান খানের প্রেমজীবন নিয়ে রসিকতা করলেন শাহরুখ খান

মনিরুল ইসলাম : বলিউড কিং শাহরুখ খান রসিকতার জন্য বিখ্যাত। সালমান খানের প্রেমজীবন নিয়ে তিনিও ঠাট্টা করেন। এক পুরস্কার মঞ্চে সেটাই করলেন আবার। কিরণ রাও পরিচালিত ‘লাপতা লেডিস’-এ নবদম্পতি ট্রেনে চেপে যাওয়ার সময় আলাদা হয়ে যায়। তার পর আর কিছুতেই স্ত্রীকে খুঁজে পায় না স্বামী। কেবল খুঁজতেই থাকে। 

সেই প্রসঙ্গ তুলে কিং খানের রসিকতা। তিনি বলেন, আমাদের এক প্রিয় নায়ককে দেখুন। ওই ব্যক্তির মতোই তাঁর অবস্থা। তিনিও খুঁজেই চলেছেন, এখানে-ওখানে, এদিকে-সেদিকে!

মঞ্চের সামনে বসে থাকা তারকারা হেসে ফেলেছেন। তাঁদের বুঝতে বাকি নেই, কার কথা বলছেন  কিং খান। 

শাহরুখ কিন্তু থামেননি। পর ক্ষণেই তিনি প্রশংসা করেছেন আমির খানের। বলেছেন, “আমিরকে কুর্নিশ। সালমানের জীবন নিয়ে ছবি বানিয়ে ফেলল। ব্যস, হাসি আর হাততালিতে মুখর সভাগৃহ।

 প্রসঙ্গত, বহু নায়িকার সঙ্গে প্রেম হয়েছে সলমনের। তালিকায় কে নেই? সঙ্গীতা বিজলানি থেকে ক্যাটরিনা কইফ, সবাই। দেখতে দেখতে জীবনের ৫৯টি বসন্ত পার করে ফেলেছেন। তবুও বিয়েটা হল না ‘ভাইজান’-এর। কিছুতেই মনের মতো সঙ্গিনীই পেলেন না।

কে বলে সিনেমার সঙ্গে বাস্তবের মিল নেই? শাহরুখ খান কিন্তু বাস্তব ঘটনাকে পর্দায় ফুটে উঠতে দেখেছেন। সদ্য তেমনই বললেন তিনি। জানিয়েছেন, আমির খান প্রযোজিত ‘লাপতা লেডিস’-এর নায়ক যেমন বৌকে খুঁজেই চলেছে, বলিউডের এক তারকা নাকি বছরের পর বছর ওই একই কাজ করে চলেছেন। 

আজ সোমবার সকালে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সনে বিনোদন বিভাগে এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়