শিরোনাম
◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৭ বিকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

শাবানার পুত্রবধূ কে এই জারিন ওয়ালিমা? সামাজিক মাধ্যমে ঝড় 

মনিরুল ইসলাম  : ঢাকা  চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা। ৭০ ও ৮০ দশকের এক শক্তিশালী অভিনেত্রী শাবানা। চট্রগ্রামের মেয়ে। দাপটের সাথে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন। শাবানা - নাদিম। শাবানা - রাজ্জাক। শাবানা আলমগীর ও শাবানা- জসিম জুটি ছিল জনপ্রিয়তার তুঙ্গে। তার অভিনয় কান্নার অভিনয় নারী দর্শকদের সবসময় কাঁদিয়েছে। এখন তিনি চলচ্চিত্র থেকে অনেক দূরে। আমেরিকা প্রবাসী। 

গত দুদিন ধরে শাবানা আবার সামাজিক মিডিয়ায় আলোচনায় এসেছেন। তবে অভিনয় জগতে ফেরা কিংবা বাংলাদেশে এসেছেন তা নিয়ে নয়। এবার আলোচনার কেন্দ্রবিন্দু তার একমাত্র তনয় এর বিয়ে নিয়ে। আজ সোস্যাল মিডিয়া তোলপাড় চলছে তার ছেলের বিয়ে ও ছেলের বউ নিয়ে। শাবানার ২ মেয়ে আর ১ ছেলে।  

জানা যায়, সম্প্রতি শাবানার একমাত্র ছেলে নাহিন বিয়ে করেছেন। ছেলে আর ছেলের বউ এর ছবি সোস্যাল মিডিয়ায় আসার পরই শুরু হয় আলোচনা। মেয়েটি কে। এ নিয়ে চলছে আলোচনা ঝড়। জানা যায় মেয়েটি ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের নায়িকা। নাম তার অরিন।বাংলাদেশের উত্তরবঙ্গ নওগাঁ জেলার নজিপুরের মেয়ে অরিন।

এদিকে, ছবিতে দেখা যাচ্ছে কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী শাবানার ছেলে নাহিন ও তার স্ত্রী অ্যামেরিকা প্রবাসী জনৈকা জারিনকে।  তবে এই বিয়ের বিষয়ে বিশ্বস্ত কোনো সূত্র থেকে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

বিয়ের ছবি দেখে   নিশ্চিত নাহিনের স্ত্রীর সত্যিকারের নাম নিশাত জেরিন, ডাক নাম অরিন। সে ছিল বাংলাদেশী চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী এবং মডেল। এর আগে অরিন একটি বিউটি কনটেস্ট এর প্রতিযোগী ছিল। কাজী মারুফের বিপরীতে ছিন্নমূল এবং বিধ্বস্ত নামের দুটি ছবির নায়িকা ছিল সে। 

 বছর দু'য়েক আগে অ্যামেরিকা প্রবাসী প্রযোজক মিজানের মাধ্যমে সে আমেরিকায় পাড়ি জমান। এরপর দেশে ফিরে বাবা এবং ছোট ভাই নাসিফকে নিয়ে আবারও অামেরিকায় যান। বেশ কিছুদিন ধরে তার Twincle Orin Orin ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভেট। এই ছবির মেয়েটি জীবন্ত  কিংবদন্তি  শাবানার পুত্রবধূ কথিত জারিন ওয়ালিমা আসলে বাংলাদেশের উত্তরবঙ্গ নওগাঁ জেলার নজিপুরের মেয়ে অরিন।

অন্যদিকে, মিলি সুলতানা নামে এফবিতে পোষ্ট দিয়ে লেখেন,১৯৮৯ সালে আমি যখন কিংবদন্তি শাবানা অভিনীত "রাঙাভাবী" সিনেমা দেখি তখন শাবানার একমাত্র ছেলে নাহিন সাদিক শাবানার পেটে ছিল। এরপর নাহিন সাদিকের জন্ম হল। সে একটু একটু করে বড় হতে লাগলো। শাবানা তাঁর পরিবার নিয়ে অনেক বছর ধরে আমেরিকার নিউজার্সিতে বসবাস করছেন। নাহিন বিয়ের উপযুক্ত হল। গতবছর শুনেছিলাম পারিবারিভাবে ওর বিয়ে ঠিক করা হয়েছিল। কিন্তু তারপরই শুনতে পেলাম পাত্রী নাকি পছন্দ হয়নি নাহিনের। যাইহোক বিয়ে আর হয়নি। চলতি মাসেই শাবানার ছেলের বিয়ের খবর প্রকাশ্যে এলো। শাবানার জনৈক আত্মীয়ের বরাত দিয়ে বলা হয়েছে নাহিন বিয়ে করেছে। পাত্রীর নাম জারিন ওয়ালিমা। আমেরিকার একটা নামকরা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছে জারিন। কিন্তু নিউজার্সি থেকে কয়েকজন ভাইবন্ধুর মারফতে জানলাম ভেতরের খবর তো অন্যরকম।

শাবানার পুত্রবধূ জারিন ওয়ালিমা আসলে কোনো ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেনি। সে বাংলাদেশের মডেল এবং অভিনেত্রী। সে লাক্স সুপারস্টার তারকা। নাম তার নিশাত জেরিন ওরফে অরিন। কয়েকটি সিনেমায় অভিনয় করেছে। কাজি হায়াতের "ছিন্নমূল" নামে সিনেমায় অভিনয় করেছে। নায়ক রাজের ছেলের সম্রাটের বিপরীতেও নাকি অভিনয় করেছে। উইকিপিডিয়ায় জেরিন/অরিনের তেমন কোনো ইনফরমেশন নেই। কয়েকটা স্থিরচিত্র ছাড়া। ২০১৯ সালে "বেগমজান" ছবিতে অভিনয় করেছিল অরিন। যদিও বর্তমানে আমেরিকা প্রবাসী শাবানার পুত্রবধূ। নতুন নাম নিয়েছে "জারিন ওয়ালিমা"! 

হয়ত নাহিন সাদিক প্রেমে পড়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। যাইহোক নাহিন সাদিক- নিশাত অরিনের জন্য শুভকামনা রইলো।

এছাড়া সামাজিক মাধ্যমে বিয়ের পাত্রী নিয়ে ঝড় বইলেও সকলেই তাদের বিয়েতে অভিনন্দন জানাতে দেখে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়