শিরোনাম
◈ ঢাকার আন্ডারওয়ার্ল্ডে রক্তক্ষয়ী দ্বন্দ্ব, হত্যার পেছনে আন্ডারওয়ার্ল্ড ডন ইমনের নাম উঠে এসেছে ◈ বড় সুখবর প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য ◈ নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ: প্রেস সচিব ◈ আরও সাড়ে তিন মাস বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ ◈ ঢাকা-৯ আসনে বিএনপির ফাঁকা আসনে প্রার্থী হচ্ছেন এনসিপির ডা. তাসনিম জারা ◈ সরকারকে সতর্ক করল বিএনপি: জুলাই জাতীয় সনদের লিখিত বিষয়ের বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় ◈ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর ◈ ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ ঘিরে কঠোর অবস্থানে সরকার, সন্ত্রাসীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ   ◈ পরমাণু অস্ত্র নয়, ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি দে‌খে পশ্চিমাদের য‌তো উদ্বেগ

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫০ বিকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৌহিদ আফ্রিদি ইস্যুতে মুখ খুললেন দীঘি

বর্তমানে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হন তিনি, আর এই ঘটনা ঘিরেই উঠে আসে তার অতীতের নানা প্রসঙ্গ। এর মধ্যে অন্যতম ছিল চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি-এর সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনাগুলো।

অনেকেই মনে করতেন, আফ্রিদি ও দীঘির সম্পর্ক শুধুই বন্ধুত্বের বাইরে কিছু। এমনকি ভক্তদের একাংশ ধরে নিয়েছিলেন, ভবিষ্যতে হয়তো এই জুটি বিয়েও করবেন। তবে বর্তমানে জানা গেছে, তৌহিদ আফ্রিদি বিবাহিত এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা।

সাম্প্রতিক এই আলোচনার প্রেক্ষিতে অবশেষে মুখ খুলেছেন দীঘি। এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে তৌহিদের সঙ্গে আমার কোনো যোগাযোগই নেই।

দীঘি জানান, তাদের পরিচয় হয়েছিল একটি টেলিভিশন অনুষ্ঠানে। মাই টিভির একটা প্রোগ্রামে সে অ্যাংকর ছিলো। ওখান থেকেই প্রথম দেখা, পরিচয়। তারপর ওই ইস্যুটা অনেক বেশি ভাইরাল হয়ে যায়। আমরা কেউ ভাবিনি ওটা এতো ভাইরাল হবে— বলেন তিনি।

অনেকের ধারণা ছিল, তৌহিদ আফ্রিদি নিজেই নিজেকে দীঘির বয়ফ্রেন্ড হিসেবে দাবি করতেন। এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘আমরা কখনো এরকম কথা বলিনি। আমি তো বলিনি। আর ও তো আরো বেশি স্ট্রিক্ট ছিল ব্যাপারটাতে। একটা সময় ব্যাপারটা এতটাই বেড়ে গিয়েছিল, তখন আমরা প্রায় এক থেকে দেড় বছর কথাই বলিনি, দেখা করাও বন্ধ করে দিয়েছিলাম।’

তিনি আরও যোগ করেন, বিষয়টি নিয়ে আমাদের পরিবারও বিব্রত হয়ে যায়। যে জিনিস আমরা জানিই না, তার নিউজ কিভাবে হয়? এসব অপ্রয়োজনীয় গসিপ আমাদের সম্পর্কেও প্রভাব ফেলে।

দীঘির এই মন্তব্য থেকে স্পষ্ট, বর্তমানে তাদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই এবং দু’জনেই নিজেদের পথ বেছে নিয়েছেন।

গত ২৪ আগস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ— সিআইডি। যাত্রাবাড়ী থানায় হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়