শিরোনাম
◈ বাংলাদেশের বিমানবাহিনীর আধুনিকায়ন: চীনের ১২টি জে-১০সি জঙ্গি বিমান কিনতে চায় বাংলাদেশ ◈ এক বাক্সে যাবে না ইসলামী দলের ভোট! ◈ ম‌্যান‌চেস্টার  ইউনাই‌টে‌ডের বেহাল দশা, কারাবাও কাপের দ্বিতীয় রাউন্ডেই বিদায় ◈ নতুন আই‌নে অনলাইন গে‌মিং বিল পাস হওয়ায় ভার‌তের ক্রিকেট শি‌ল্পে ২০ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি ◈ জমে উঠছে ডাকসুতে ভোটের লড়াই ◈ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত, ৬ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস ◈ উ‌য়েফা চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে নতুন চার দল, ড্র আজ ◈ বাবার ‘আদেশে’ এক ভাইয়ের চোখ তুলে নিলেন অপর দুই ভাই ◈ আজ ভোটের রোডম্যাপ: প্রবাসী ভোট থেকে সীমানা নির্ধারণে অগ্রাধিকার ◈ বাহুবলী: দ্য এপিক, ৫ ঘণ্টা ২৭ মিনিটের দীর্ঘতম সিনেমা

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৫, ০১:৩৬ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২৫, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাহুবলী: দ্য এপিক, ৫ ঘণ্টা ২৭ মিনিটের দীর্ঘতম সিনেমা

গত মঙ্গলবার বহু প্রতীক্ষিত ‘বাহুবলী: দ্য এপিক’-এর অফিসিয়াল ঝলক উন্মোচন করলেন নির্মাতারা। সেখানে চোখে পড়েছে মাহিষ্মতী রাজ্যের আভিজাত্য, আর ‘বাহুবলী’ ও ‘বাহুবলী টু’-এর স্মৃতি জাগানো কিছু দৃশ্য। প্রকাশের পর থেকেই ভক্তদের মাঝে উন্মাদনা তুঙ্গে। কারণ, এর মধ্য দিয়ে দশ বছর পর প্রভাসকে দেখা যাবে সেই রূপে; তাই আর অপেক্ষা সামলাতে পারছে না দর্শক।

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী: দ্য বিগিনিং’, আর ২০১৭ সালে আসে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। এবার প্রায় এক দশক পর মুক্তির পথে এস. এস. রাজামৌলীর নতুন সৃষ্টি ‘বাহুবলী: দ্য এপিক’। সম্পূর্ণ নতুনভাবে তৈরি হলেও আগের দুই ছবির সঙ্গেই রয়েছে গল্পের যোগসূত্র।

‘বাহুবলী: দ্য এপিক’ এর বিশেষত্ব হল এটি ৫ ঘণ্টা ২৭ মিনিট ধরে হবে। এটি কোনো সাধারণ এক্সটেন্ডেড কাট নয়, বরং একটি অবিচ্ছিন্ন গল্প বলার অনন্য প্রয়াস। যেখানে অধিকাংশ সিনেমার দৈর্ঘ্য ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকে, সেখানে এই সিনেমাটি ভক্তদের ধৈর্য এবং মনোযোগ চায়।

ভক্তদের মন্তব্যেও ফুটে উঠছে উচ্ছ্বাস। কেউ লিখেছেন, মঙ্গলবার বহু প্রতীক্ষিত ‘বাহুবলী: দ্য এপিক’-এর অফিসিয়াল ঝলক উন্মোচন করলেন নির্মাতারা। সেখানে চোখে পড়েছে মাহিষ্মতী রাজ্যের আভিজাত্য, আর ‘বাহুবলী’ ও ‘বাহুবলী টু’-এর স্মৃতি জাগানো কিছু দৃশ্য। ঝলক প্রকাশের পর থেকেই ভক্তদের উন্মাদনা তুঙ্গে— দশ বছর পর প্রভাসকে সেই রূপে দেখে তারা আর অপেক্ষা সামলাতে পারছেন না।

উল্লেখ্য, প্রথম অংশ ‘বাহুবলী’ বিশ্বজুড়ে ৬৫০ কোটি টাকা আয় করেছিল, আর দ্বিতীয় কিস্তি ‘বাহুবলী টু’ তো ইতিহাসই গড়ে ফেলেছিল ১৭৮৮ কোটিরব্যবসা করে। ফলে তৃতীয় পর্ব নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশছোঁয়া। শোনা যাচ্ছে, ২০২৫ সালের ৩১ অক্টোবর বড়পর্দায় মুক্তি পাবে ‘বাহুবলী: দ্য এপিক’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়