শিরোনাম
◈ ইইউ বাজারে ১৭.৯% রপ্তানি প্রবৃদ্ধি, বাংলাদেশের আয় ১০.২৯ বিলিয়ন ইউরো ◈ গণঅভ্যুত্থান, শোকবার্তা ও সমালোচনার মুখে শাকিব খান: দিলেন স্পষ্ট ব্যাখ্যা ◈ ‘জুলাই সনদ’ নিয়ে লিখিত মতামত দিল বিএনপি ◈ চারদিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ◈ ‘মওলানা ভাসানী সেতু’: বদলে যাবে গাইবান্ধা-কুড়িগ্রামের অর্থনীতি ও যোগাযোগ ◈ টানা বৃষ্টিতে হ্রদের পানি বিপদসীমায়, আবারো খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি গেট ◈ ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে গুলি, ভিডিও ভাইরাল ◈ সাদাপাথর লুটপাটে ১৩৭ জন জড়িত: তদন্ত প্রতিবেদন ◈ ছে‌লে‌দের স‌ঙ্গে খে‌লে হার‌লো মে‌য়েরা ◈ বাংলাদেশের অনুরোধে দিল্লির প্রতিক্রিয়া—‘ভারতের ভূমি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহৃত হয় না’

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫, ০৬:২৯ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীর ছেলেকে বিয়ে করবো ভাবিনি: অভিনেত্রী মুনমুন

চলতি বছরের ঈদুল ফিতরের পর চার হাত এক হয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুনের। ৬ এপ্রিল দুই পরিবারের সম্মতিতে উত্তরায় তাদের বিয়ে সম্পূর্ণ হয়েছিল। যদিও প্রথমে নোয়াখালীর ছেলে জামিলকে বিয়েতে রাজি ছিলেন না অভিনেত্রী। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন মুনমুন।  

অভিনেত্রী জানিয়েছেন, তার মা বলতেন নোয়াখালী-বরিশালের ছেলেদের কাছে মুনমুনকে বিয়ে দেবে না। অভিনেত্রীর তিন ভাই আছে, তাদের কাউকে নোয়াখালী-বরিশালে বিয়ে করাবে না।

মুনমুন বলেন, ‘নোয়াখালীতে গিয়ে বিয়ে হয়েছে। আমি তো এ বিয়েতে রাজি ছিলাম না, পরে আব্বু-আম্মু সবাই আগে আমাকে রাজি করিয়েছে। জামিল ভালো ছেলে, রাজি হও। কেন বিয়ে করবে না।’

বিয়ের আগে অভিনেত্রীর বাড়ির সকলেই বলতেন সব এলাকায় ভালো মন্দ ছেলে-মেয়ে থাকে। কথার সূত্র ধরে তিনি বলেন, ‘আমি যে নোয়াখালীর ছেলেকে বিয়ে করলাম আমার এখন মনে হচ্ছে, সব দেশে আসলে ভালো-মন্দ দুইটাই থাকে। জামিলের জন্ম সিলেটে, তবে পৈতৃক সূত্রে নোয়াখালীর। ভালো মানুষ সে।’ 

সবশেষে কাজের ফিরিস্তি দিয়ে মুনমুন বলেন, ‘খুব শিগগিরই আমাদের একটা কাজ আসছে। ইতিমধ্যে সেটা আরটিভিতে দেখানও হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’   

দেশের নাট্যাঙ্গনে জনপ্রিয় মুখ জামিল। ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’- এ অংশগ্রহণের মাধ্যমে পরিচিত পান তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরই মধ্যে অভিনয় করেছেন অসংখ্য জনপ্রিয় নাটকে। 

অন্যদিকে, বিজ্ঞাপনে মডেলিং দিয়ে শোবিজে পথা চলা শুরু মুনের। এরপর নাম লেখান টিভি নাটকে। আল্প সময়েই জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়