শিরোনাম
◈ ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: সংকটের মধ্যেও দৃঢ় সরকার ও সেনাবাহিনী ◈ প্রবাসীদের জন্য সুখবর: পাসপোর্ট ছাড়াও হতে পারবেন ভোটার, জেনে নিন নতুন নিয়ম ◈ ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির ◈ শেরপুরে এনসিপির ১৫ নেতার পদত্যাগ ◈ চরভদ্রাসনে সরকারী রাস্তার ইট বেচে দিলেন প্রভাবশালী! ◈ বাংলা‌দেশ -নেদারল্যান্ডস সিরিজে আম্পায়ারিং করবেন সা‌থিরা জা‌কির জেসি!  ◈ অবসরপ্রাপ্ত বঞ্চিত সরকারি কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর ◈ টানা ৩০ দিন জেলে থাকলে পদ হারাবেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী: ভারতে নতুন বিল ◈ জেট ফুয়েল বকেয়া নিয়ে সংবাদে বিমানের প্রতিবাদ, ৯৩৭ কোটি টাকার মুনাফা আন্তর্জাতিক নীতিতেই গণনা দাবি ◈ মহাখালীর সাততলা বস্তিতে আগুন, এখন নিয়ন্ত্রণে (ভিডিও)

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫, ০৪:১২ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্টেশনে চিৎকার করে ভাইরাল অভিনেত্রী কাঞ্চনা মৈত্র, আসল রহস্য কি? যা জানাগেল

অনেকেই ভাবছেন— স্টুডিওপাড়ার অভিনেত্রী হঠাৎ স্টেশনের মাঝে কেন চিৎকার করছেন? ভিড়ে দাঁড়ানো মানুষের চোখেমুখে প্রশ্ন— অভিনেত্রীর চিৎকার শুনে বোঝা যাচ্ছে, তিনি কোনো পাওনা টাকা আদায়ের জন্য চিৎকার করছেন। কাঞ্চনা কি তবে সুদের ব্যবসা শুরু করলেন? তাকে কোনো দিন এ রূপে দেখবে এটা কেউ কখনো ভাবেননি।

টালিউড অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকে হাসিখুশি মেজাজেই দেখতে অভ্যস্ত দর্শকরা। কিন্তু হঠাৎ শিয়ালদহ স্টেশনের বাইরে গলা ফাটিয়ে চিৎকার করছেন অভিনেত্রী। তাকে ঘিরে দাঁড়িয়ে অনেক মানুষ। অনেকে পকেট থেকে বের করেছেন মুঠোফোন। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে পড়ে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কাঞ্চনা ‘স্বপ্না বসাক’ রূপে এসেছিলেন। নেপথ্যের কারণ কী— স্পষ্ট করে না জানালেও অভিনেত্রী বললেন, সব কিছু যেমন পর্দার জন্য নয়, তেমনই আবার সব কথা প্রকাশ্যে বলার জন্যও নয়।

যদিও বচসায় কাঞ্চনার কথাবার্তা শুনে কিছুক্ষণের মধ্যে দর্শকদের একাংশ ধরেই নেন— কোনো সিনেমা জন্যই এসব করছিলেন অভিনেত্রী। ইদানীং প্রচারের জন্য অভিনেতা-অভিনেত্রীরা নানা কৌশল অবলম্বন করে থাকেন, এটি তারই একটি অংশ।

এর আগে অভিনেতা তথা প্রযোজক দীপক অধিকারী দেব তার সিনেমার প্রচারের জন্য একটি ভিডিও তৈরি করেছিলেন। সামাজিক মাধ্যমে সেই ভিডিওতে দেখা গিয়েছিল— একটি ছেলেকে এলোপাতাড়ি মারছেন অভিনেতা দেব। আর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন তার দলের সদস্যরা। নায়ককে সামলাতে এসে গেছেন সিনেমার নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায়।


সেই ভিডিওর প্রথম ঝলকে অনেকেই ভেবে নিয়েছিলেন— ক্যামেরার সামনে বুঝি মেজাজ হারিয়েছেন দেব। পরে জানা যায়, সবই চিত্রনাট্য। শুধু সিনেমার প্রচারের জন্যই এমন পরিকল্পনা করেছিলেন নায়ক। কাঞ্চনা মৈত্রের এ ভিডিওটিও যে তেমনই কিছু তা অনেকেই অনুমান করেছেন।পাওনা টাকা আদায় করতে পথে নামলেন কাঞ্চনা, কিন্তু কেন?

বিনোদন জগতের টালিউড অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকে হাসিখুশি মেজাজেই দেখতে অভ্যস্ত দর্শকরা। কিন্তু হঠাৎ শিয়ালদহ স্টেশনের বাইরে গলা ফাটিয়ে চিৎকার করছেন অভিনেত্রী। তাকে ঘিরে দাঁড়িয়ে অনেক মানুষ। অনেকে আবার পকেট থেকে বার করেছেন মুঠোফোন, যা ঘটছে তা ভিডিওবন্দি করতে ব্যস্ত। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে পড়ে।

অনেকেই ভাবছেন— স্টুডিওপাড়ার অভিনেত্রী হঠাৎ স্টেশনের মাঝে কেন চিৎকার করছেন? ভিড়ে দাঁড়ানো মানুষের চোখেমুখে প্রশ্ন— অভিনেত্রীর চিৎকার শুনে বোঝা যাচ্ছে, তিনি কোনো পাওনা টাকা আদায়ের জন্য চিৎকার করছেন। কাঞ্চনা কি তবে সুদের ব্যবসা শুরু করলেন? তাকে কোনো দিন এ রূপে দেখবে এটা কেউ কখনো ভাবেননি।

একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, শিয়ালদহ স্টেশনে কাঞ্চনা ‘স্বপ্না বসাক’ রূপে এসেছিলেন। নেপথ্যের কারণ কী— স্পষ্ট করে না জানালেও অভিনেত্রী বললেন, সব কিছু যেমন পর্দার জন্য নয়, তেমনই আবার সব কথা প্রকাশ্যে বলার জন্যও নয়।

যদিও বচসায় কাঞ্চনার কথাবার্তা শুনে কিছুক্ষণের মধ্যে দর্শকদের একাংশ ধরেই নেন— কোনো সিনেমা জন্যই এসব করছিলেন অভিনেত্রী। ইদানীং প্রচারের জন্য অভিনেতা-অভিনেত্রীরা নানা কৌশল অবলম্বন করে থাকেন, এটি তারই একটি অংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়