শিরোনাম
◈ ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান ◈ সেপ্টেম্বরের মধ্যেই সব জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে ◈ সীমান্ত বিরোধ মেটাতে চীন-ভারত বৈঠকে যে আলোচনা হলো ◈ নির্বাচন, সেনাবাহিনী, বিএনপি ও জামায়াত—সব ইস্যুতে মুখ খুললেন শাহরিয়ার নাজিম জয় শাহরিয়ার নাজিম জয় ◈ মধ্যপ্রাচ্যে আটকে না থেকে ইউরোপ-জাপানে দক্ষ শ্রমিক পাঠানোয় জোর: আসিফ নজরুল ◈ বাংলাদেশ দ্রুত ক্যাশলেস অর্থনীতির পথে: গভর্নর আহসান মনসুর ◈ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের হুমকি, গ্রাহকদের যে বার্তা দিল তিতাস ◈ পুতিনের মলমূত্রও বিদেশ থেকে রাশিয়ায় বয়ে নিয়ে যাওয়া হয় কেন? ◈ বুড়িগঙ্গার তীর থেকে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলোবাড়ি উচ্ছেদ (ভিডিও)

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫, ০৪:৫০ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে সরকারী রাস্তার ইট বেচে দিলেন প্রভাবশালী!

চরভদ্রাসন ও সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের চরভদ্রাসনে সরকারি রাস্তার ইট বেচে দিলেন প্রভাবশালী মেম্বার বশির মোল্লা দুপুরে টলিতে করে ইট নিয়ে যাওয়ার সময় আটক করে এলাকাবাসী।

চরভদ্রাসনের চরহাজীগঞ্জ বাজারের সরকারী রাস্তার ইট বেচে দেয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবসালী ইউপি সদস্যের বিরুদ্ধে। বুধবার সকালে সেই ইট তুলে নিয়ে যাওয়ার সময় আটকে দিয়েছে এলাকাবাসী। পরে গাজীরটেক ইউপি সদস্য বশির মোল্লা নিজে নিতেছেন বলে টলি ছারিয়ে নেন।

স্থানীয়রা জানান, হাজীগঞ্জ বাজারে গ্রোথ সেন্টারে একটি সেড নির্মাণ করায় সেখান থেকে বাজারে প্রায় পুরনো রাস্তার ২০ হাজার ইট উত্তোলন করে স্তুপ করে রাখা হয়। দুদিন ধরে এখান থেকে একটি টলি ইট টানছিল।

বুধবার সকালে ইট তুলে টলিতে নিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে পড়ে এলাকাবাসীর। স্থানীয় ব্যবসায়ী লাভলু বলেন, কয়েকদিন যাবত টলিতে করে ইট নিতে ছিল। আমরা টলিকে জিজ্ঞেস করলে তিনি বলেন গাজীরটেক ইউপি সদস্য বশির মোল্লা নিতে বলেছে। 

অভিযুক্ত বশির মোল্লার কাছে জনতে চাইলে তিনি বলেন,গাজিরটেকের চেয়ারম্যান ইয়াকুব আলী আমাকে একটি টলি ঠিক করে ২ হাজার ইট পাঠাতে বলেন তাই আমি পাঠাইতেছি।

গাজিরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন,বাজারের মাঝে ইট গুলি খোয়া যাওয়ার সম্ভাবনা আছে বলে ইউনিয়ন পরিষদের সামনে আনার জন্য ইউপি সদস্য বশির মোল্লাকে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়