শিরোনাম
◈ বাংলাদেশের অনুরোধে দিল্লির প্রতিক্রিয়া—‘ভারতের ভূমি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহৃত হয় না’ ◈ আগস্টের পর থেকে মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশ পরিচালনা হচ্ছে: ফরহাদ মজহার ◈ নতুন অভিবাসন নীতিছ আমেরিকা-বিরোধী মানসিকতা প্রমাণ হলে ভিসা বাতিল ◈ নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, সংঘর্ষ-সড়ক অবরোধ, আহত ৫ ◈ পাঁচ দিন সাগরে ভেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন জেলে মোরশেদ ◈ চরভদ্রাসনে পদ্মার ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং, মানুষের মাঝে স্বস্তি ◈ ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান ◈ সেপ্টেম্বরের মধ্যেই সব জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে ◈ সীমান্ত বিরোধ মেটাতে চীন-ভারত বৈঠকে যে আলোচনা হলো

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫, ০৬:২৯ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীর ছেলেকে বিয়ে করবো ভাবিনি: অভিনেত্রী মুনমুন

চলতি বছরের ঈদুল ফিতরের পর চার হাত এক হয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুনের। ৬ এপ্রিল দুই পরিবারের সম্মতিতে উত্তরায় তাদের বিয়ে সম্পূর্ণ হয়েছিল। যদিও প্রথমে নোয়াখালীর ছেলে জামিলকে বিয়েতে রাজি ছিলেন না অভিনেত্রী। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন মুনমুন।  

অভিনেত্রী জানিয়েছেন, তার মা বলতেন নোয়াখালী-বরিশালের ছেলেদের কাছে মুনমুনকে বিয়ে দেবে না। অভিনেত্রীর তিন ভাই আছে, তাদের কাউকে নোয়াখালী-বরিশালে বিয়ে করাবে না।

মুনমুন বলেন, ‘নোয়াখালীতে গিয়ে বিয়ে হয়েছে। আমি তো এ বিয়েতে রাজি ছিলাম না, পরে আব্বু-আম্মু সবাই আগে আমাকে রাজি করিয়েছে। জামিল ভালো ছেলে, রাজি হও। কেন বিয়ে করবে না।’

বিয়ের আগে অভিনেত্রীর বাড়ির সকলেই বলতেন সব এলাকায় ভালো মন্দ ছেলে-মেয়ে থাকে। কথার সূত্র ধরে তিনি বলেন, ‘আমি যে নোয়াখালীর ছেলেকে বিয়ে করলাম আমার এখন মনে হচ্ছে, সব দেশে আসলে ভালো-মন্দ দুইটাই থাকে। জামিলের জন্ম সিলেটে, তবে পৈতৃক সূত্রে নোয়াখালীর। ভালো মানুষ সে।’ 

সবশেষে কাজের ফিরিস্তি দিয়ে মুনমুন বলেন, ‘খুব শিগগিরই আমাদের একটা কাজ আসছে। ইতিমধ্যে সেটা আরটিভিতে দেখানও হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’   

দেশের নাট্যাঙ্গনে জনপ্রিয় মুখ জামিল। ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’- এ অংশগ্রহণের মাধ্যমে পরিচিত পান তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরই মধ্যে অভিনয় করেছেন অসংখ্য জনপ্রিয় নাটকে। 

অন্যদিকে, বিজ্ঞাপনে মডেলিং দিয়ে শোবিজে পথা চলা শুরু মুনের। এরপর নাম লেখান টিভি নাটকে। আল্প সময়েই জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়