শিরোনাম
◈ ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান ◈ সেপ্টেম্বরের মধ্যেই সব জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে ◈ সীমান্ত বিরোধ মেটাতে চীন-ভারত বৈঠকে যে আলোচনা হলো ◈ নির্বাচন, সেনাবাহিনী, বিএনপি ও জামায়াত—সব ইস্যুতে মুখ খুললেন শাহরিয়ার নাজিম জয় শাহরিয়ার নাজিম জয় ◈ মধ্যপ্রাচ্যে আটকে না থেকে ইউরোপ-জাপানে দক্ষ শ্রমিক পাঠানোয় জোর: আসিফ নজরুল ◈ বাংলাদেশ দ্রুত ক্যাশলেস অর্থনীতির পথে: গভর্নর আহসান মনসুর ◈ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের হুমকি, গ্রাহকদের যে বার্তা দিল তিতাস ◈ পুতিনের মলমূত্রও বিদেশ থেকে রাশিয়ায় বয়ে নিয়ে যাওয়া হয় কেন? ◈ বুড়িগঙ্গার তীর থেকে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলোবাড়ি উচ্ছেদ (ভিডিও)

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫, ০৪:৫৯ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে নকল টাকা চক্রের মূলহোতাসহ গ্রেফতার ১, জাল নোট উদ্ধার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গায় অভিযান চালিয়ে নকল ও জাল টাকা প্রস্তুত ও বাজারজাতকারী একটি প্রতারক চক্রের মূলহোতাকে হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাব-৫। এ সময় তার কাছ থেকে জাল নোটসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৩টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাঁঠালবাড়িয়া এলাকায় এই অভিযান পরিচালনা করে র‍্যাব।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শহিদুল ইসলাম (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার হাট বাকইল গ্রামের বাসিন্দা। বুধবার দুপুরে র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, র‍্যাব-৫, সিপিএসসি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি অসাধু চক্র টাকার বান্ডিলের মাঝে নকল ও জাল নোট রেখে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল। এই তথ্যের ভিত্তিতে র‍্যাবের গোয়েন্দা দল চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালায়।

অভিযানে শহিদুল ইসলামের কাছ থেকে নগদ ৯,০০০ টাকা উদ্ধার করা হয়, যার মধ্যে ৫,০০০ টাকার জাল নোট ছিল। এছাড়াও তার কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন এবং একটি সিম কার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি শহিদুল জানান যে, তিনি একটি চোরাচালান সিন্ডিকেটের মূলহোতা হিসেবে দীর্ঘদিন ধরে জাল নোট প্রস্তুত ও বিতরণের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়