আবদুল ওহাব, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: “আমাকে ভোট দিলে কেন্দ্রে যেও, নইলে প্রয়োজন নেই”— স্থানীয় আওয়ামী লীগ নেতাদের এমন প্রচারণায় সাধারণ ভোটাররা কেন্দ্রে যাননি। পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে ভোটকেন্দ্র দখল করে নিজস্ব প্রতীকে সিল মেরে বিনাভোটে নির্বাচিত হন বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা হযরত আলী।
অবশেষে পলাতক থাকা অবস্থায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) রাতে সিরাজগঞ্জে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম।
পুলিশ জানায়, হযরত আলীর বিরুদ্ধে সহিংসতা ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় মিষ্টি বিতরণ করা হয় এবং স্থানীয়রা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বলে জানান।