শিরোনাম
◈ শৈলকুপায় ব্যবসায়ীর পায়ের রগ কর্তন ◈ রবীন্দ্র শিক্ষার্থীদের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ব্লকেড, যানচলাচল বন্ধ ◈ স্বর্ণ পাচার করতে গিয়ে ধরা পরা সেই কেবিন ক্রু রুদাবা সুলতানাকে সাময়িক বরখাস্ত ◈ হজ ওমরা নিয়ে আমার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা যদি এক টাকাও ঘুষ খেলে ফাঁসিতে ঝোলাব: ধর্ম উপদেষ্টা ◈ ক্লোরেটের মাত্রা বেশি, যুক্তরাজ্যে আবারও বাজার থেকে তুলে নেওয়া হলো কোকা-কোলার পণ্য ◈ করাচিতে স্বাধীনতা দিবসে ফাঁকা গুলি ছুড়ে নিহত ৩, আহত ৬৪ ◈ এবার ইসরায়েলকে অস্ত্র সরবরাহ নিয়ে যা বলল সৌদি আরব! ◈ সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস গ্রেফতার ◈ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে লঘুচাপ ◈ ‘মৃত ভোটারদের’ সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী,তোলপাড়

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৫, ০৬:১৯ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্ধবীর স্বামীকে বিয়ে করে আফসোস করছেন হনসিকা মোতওয়ানি

অভিনেত্রী হনসিকা মোতওয়ানি এবং সোহেল খাতুরিয়ার ঘর ভাঙার গুঞ্জন নতুন নয়। তাদের সম্পর্কের নাকি তাল কেটেছে। বিচ্ছেদ নিয়ে মুখ না খুললেও জন্মদিনে হনসিকার একটি পোস্ট গুঞ্জন আরও উসকে দিলেন।

৯ আগস্ট ৩৪-এ পা রাখলেন হনসিকা।

বিশেষ দিনে একটি ইঙ্গিতমূলক পোস্ট করেছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘জীবনে যা পেয়েছি, তার জন্য খুবই বিনীত এবং কৃতজ্ঞ। বিশেষ দিনে ভালোবাসা মুড়ে ছিলাম। বাড়তি পাওনা কেক।

ছোট ছোট সব মুহূর্তগুলোর জন্য উচ্ছ্বসিত। এই বছরটা এমন অনেক শিক্ষা দিয়েছে, যেগুলো আদৌ আমি চাইনি। নিজের মধ্যে অজানা শক্তি খুঁজে পেয়েছি। শুভেচ্ছাবার্তায় মন আর ফোন দুই-ই ভরে আছে। ভেতর থেকে শান্তি পাচ্ছি।’

অনুরাগীরা মনে করছেন, স্বামীর সঙ্গে বিচ্ছেদের সংগ্রামকেই ‘শিক্ষা’ বলে উল্লেখ করেছেন হনসিকা। তার এই পোস্ট যেন কৌতূহলের আগুনে ঘৃতাহুতি।

হনসিকা যে বিয়ের বেশ কয়েকটি ছবি এবং ভিডিও এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সরিয়েছেন, তা অনুরাগীদের নজরে পড়েছে। ২০২২ সালের ডিসেম্বরে জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে এক জমকালো অনুষ্ঠানে হনসিকা এবং সোহেল বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

তিন দিনের সেই অনুষ্ঠান ছিল জাঁকজমকপূর্ণ। প্রাক-বিবাহ অনুষ্ঠানে ছিল মুম্বাইয়ের মাতা কি চৌকি, গ্রিসে একটি ব্যাচেলোরেট পার্টি এবং জয়পুরে একটি থিমের পার্টি। মেহেন্দি, সুফি নাইট এবং গায়ে হলুদের অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।

 তারপরে একটি ক্যাসিনো-থিমযুক্ত আফটার-পার্টিও হয়েছিল। তবে এত ধুমধাম করে বিয়ে করেও শান্তির নীড় পাননি তারা। ইন্ডাস্ট্রির ভেতরের গুঞ্জন, বিয়ের মাত্র দু’বছর কাটতেই হনসিকা এবং সোহেল এখন আলাদা থাকতে শুরু করেছেন। অভিনেত্রী নাকি স্বামীকে ছেড়ে নিজের মায়ের কাছে ফিরে এসেছেন। ফলে তার দাম্পত্যে চিড় ধরেছে বলে আঁচ করেন অনেকেই।

শোনা যায়, সোহেলের প্রাক্তন স্ত্রীর বন্ধু ছিলেন হনসিকা। নিন্দুকেরা বলেন, বান্ধবীর সংসার ভেঙে নিজের ঘর সাজিয়েছেন নায়িকা। তা নিয়ে তাকে কটাক্ষও কম শুনতে হয়নি।

 শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু হনসিকার। ‘শাকা লাকা বুম বুম’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে করুণা নামে একটি চরিত্রে অভিনয় করেন তিনি। পর্দায় সেই ছোট মেয়ের সারল্য মন জয় করে নেয় সবার। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর ঋত্বিক রোশনের সঙ্গে ‘কোই মিল গয়া’ ছবিতেও অভিনয় করেন হনসিকা। নায়কের বন্ধুর চরিত্রে দেখা গিয়েছিল তাকে। তার কয়েক বছর পরেই পুরোদস্তুর নায়িকা ওঠেন তিনি। হিমেশ রেশামিয়ার সঙ্গে দেখা যায় তাকে। পাশাপাশি দক্ষিণেও কাজ করতে থাকেন চুটিয়ে।

নেটমাধ্যমে তার জনপ্রিয়তাও কিছু কম নয়। তবে বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে আপাতত কোনো মন্তব্য করেননি তিনি। তা হলে কি সত্যিই সংসারে চিড় ধরল? নাকি নেটমাধ্যমে এমন ইঙ্গিতমূলক পোস্টের নেপথ্যে রয়েছে অন্য কারণ? উত্তর দেবে সময়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়