শিরোনাম
◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার! ◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৫, ০১:০৫ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার যে কারণে আইনি পদক্ষেপ নেবেন চিত্রনায়িকা শাবনূর!

সামাজিক মাধ্যমে ভুয়া পেজ আইডি নিয়ে অনেক সময় বড় বিরম্বনা ও হেনস্তার মাঝে পড়ে যান তারকারা। জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরও এমন বিরম্বনার মুখে পড়েছেন। কিন্তু, বিষয়টি আরও গুরুতর পর্যায়ে গেছে, যখন সেই ফেইক আইডি বা পেজটি ভেরিফায়েড করে নেওয়া হয়েছে। 

বিষয়টি জানার সঙ্গেই উদ্বেগে পড়ে যান চিত্রনায়িকা। শুক্রবার সকালে পরিচিতজন ও ভক্তদের কাছ থেকে লিংক ও স্ক্রিনশট পেয়ে বিষয়টি জানতে পারেন শাবনূর। পেজটিতে তার আসল তথ্য, ছবি ও পরিচয় ব্যবহার করা হলেও সেটি পরিচালনা করছে একটি প্রতারক চক্র। শাবনূর নিশ্চিত করেছেন, সেই ভেরিফায়েড পেজটি তার নয়।

গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে শাবনূর জানান, যখন তিনি ফেসবুক ব্যবহার করতেন না, তখন অনেকে তার নামে ভুয়া আইডি বানিয়েছিল। সে সময় কিছু বলেননি এই নায়িকা। পরে শাবনূর যখন নিজে ফেসবুক ব্যবহার করা শুরু করেন, তখন সকলে বুঝতে পারেন কে আসল আর কে নকল।

শাবনূর জানান, ফেসবুকে তার নামে অসংখ্য ভুয়া পেজ। অনেকে তাকে পরামর্শ দেন আইডি ভেরিফাইড করে নেওয়ার। কিন্তু গুরুত্ব দেননি। কিন্তু এ ঘটনার পর শাবনূর বুঝতে পারলেন, ভেরিফায়েড করে নিলেই ভালো হতো।

এই নায়িকা বিষয়টি চিন্তিতও বেশ। তার ভাষ্যমতে, যারা এই কাজটি করেছে, তাদের কাছে শাবনূরের পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্র রয়েছে। কারণ আইডি ভেরিফায়েড করতে এসবের প্রয়োজন হয়।

এ নিয়ে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান শাবনূর; সাধারণ ডায়েরি করে পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগের কাছেও অবহিত করবেন। তার কথায়, ‘আমি নিশ্চিত হয়েছি, বাংলাদেশ থেকেই কেউ এটি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ, এসব প্রতারকদের পরিচয় যেন তারা সামনে আনেন।

উল্লেখ্য, নকল শাবনূরের সেই ভেরিফায়েড পেজের মোট ফলোয়ার ৬ লাখ ৫৯ হাজারের বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়