শিরোনাম
◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব ◈ চাঁদপুরে খতিবকে হত্যাচেষ্টা অভিযুক্ত আসামীকে জেলহাজতে প্রেরণ ◈ বালিয়াডাঙ্গীতে মির্জা ফখরুলের ভাইয়ের গাড়িবহরে হামলা, আহত ৪ ◈ এবার রাজধানীর মিরপুরে ‘৫ কোটি টাকা’ না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি ◈ আটকের গুজব উড়িয়ে দিলেন সাবেক মন্ত্রী এমএ মান্নান, বললেন ‘ভালো আছি, বাসায় আছি’ ◈ মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, আমি ফাঁইসা গেছি’, গ্রেপ্তার রবিনের দাবি ◈ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০% মূল্য সংযোজন চাহিদা বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ : বিজিএমইএ সভাপতি ◈ সাকিবের জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা, বললেন বিসিবির মিডিয়া বিভাগের প্রধান ◈ অন্যায়কারী যেই হোক, প্রশ্রয় নয়: মিটফোর্ড হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তারেক রহমানের

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৫, ০৩:৩৮ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য, এবার কেউ রেহাই পাবে না: নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া নিজের পোশাক আর অভিনয়ের জন্য সব সময়ই থাকেন আলোচনার তুঙ্গে । কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়ার পর শুরু হয় আরেক নতুন ধারার আলোচনা । গত ১৮ মে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে জামিনে মুক্তি পান তিনি।

মুক্তির পর দীর্ঘ সময় নিজেকে আড়ালে রাখেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও দূরে ছিলেন তিনি। ভক্তদের জানিয়েছিলেন, তিনি গুরুতর অসুস্থ, তবে ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন।

সম্প্রতি আবারও সক্রিয় হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকে নিজের নতুন সিনেমা ‘জ্বীন-৩’ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।

তিনি লিখেছেন, “অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য। ‘জ্বীন-৩’ থেকে এবার কেউ রেহাই পাবে না।” তিনি আরও জানান, “৮ জুলাই বিকেল ৩টা, বিশ্বব্যাপী ডিজিটাল মুক্তি।”

জ্বীন ৩ হলো ২০২৫ সালের একটি বাংলা ভাষার বাংলাদেশী ভৌতিক চলচ্চিত্র। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে প্রযোজনার পাশাপাশি গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্দুল আজিজ এবং পরিচালনা করেছেন কামরুজ্জামান রুমান।

প্রধান চরিত্রে অভিনয় করেছেন সজল নূর ও নুসরাত ফারিয়া। পাশাপাশি তানিয়া আহমেদ, মোস্তফা হীরা প্রমুখ অভিনয় করেছেন এই সিনেমায় । 

  • সর্বশেষ
  • জনপ্রিয়