শিরোনাম
◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার! ◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ

প্রকাশিত : ০৬ মে, ২০২৫, ০১:০৮ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষ নিজেরাই এগুলো নিয়ে সিদ্ধান্ত নিক, আপনি সিনেমা নিষিদ্ধ করতে পারেন না: প্রকাশ রাজ

পহেলগাঁওকাণ্ডের ঘটনায় পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বলিউড সিনেমা ‘আবির গুলাল’ ভারতে নিষিদ্ধ করা হয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই এ সিদ্ধান্তের সমর্থন করেছেন। তবে এরই মাঝে ফাওয়াদ খানের সিনেমার মুক্তি আটকানোর নিয়ে বিরোধিতা করে বসলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। অভিনেতা কোনো সিনেমা নিষিদ্ধ করার বিরোধী নয়। তিনি বলেন, সিনেমাগুলো মুক্তি পাক, মানুষ নিজেরাই এগুলো নিয়ে সিদ্ধান্ত নিক। আপনি সিনেমা নিষিদ্ধ করতে পারেন না।

 ‘দ্য ল্যালানটপ’-এর সঙ্গে বিশেষ আলাপচারিতায় প্রকাশ রাজ বলেন, আমি কোনো সিনেমা নিষিদ্ধ করার পক্ষে নই। তা সে ডানপন্থি হোক কিংবা প্রোপাগান্ডা সিনেমা। মানুষ নিজেরাই এ বিষয়ে সিদ্ধান্ত নিক। তিনি বলেন, মানুষের অধিকার আছে। আপনি সিনেমা নিষিদ্ধ করতে পারেন না। যদি না সেটি পর্নোগ্রাফি কিংবা শিশুশোষণের বিষয়বস্তু নিয়ে তৈরি সিনেমা হয়। কিন্তু একটি প্রক্রিয়ার মাধ্যমে ছবিগুলো মুক্তি পেতে দিন।

বলিউড অভিনেত্রী দীপিকা ও বাদশাহ শাহরুখ খানের সিনেমার উদাহরণ টেনে প্রকাশ রাজ বলেন, আজকের সময়ে কেউ কেউ আঘাত পেতে পারেন। বলতে পারেন— আমি দীপিকার নাক কেটে ফেলব, মাথা কেটে ফেলব… তাতে কী হবে? শাহরুখ খানের সিনেমা শুধু রঙের কারণে আটকে যায়? বেশরম রং নয়…, যারা যে কোনো কিছু পছন্দ করে না, তারা সেটা নিয়ে কান্নাকাটি শুরু করতে পারেন।

তিনি বলেন, যখন দীপিকা পাড়ুকোনের সিনেমা ‘পদ্মাবত’ মুক্তি পাওয়ার কথা ছিল, তার আগে কর্ণি সেনা দীপিকাকে নাক কাটার হুমকি দিয়েছিল। অন্যদিকে যখন শাহরুখ খানের সিনেমা পাঠান মুক্তি পাওয়ার কথা ছিল, তখন অনেকেই আবার ছবির ‘বেশরম রং’ গানে দীপিকার গেরুয়া বিকিনি পরার বিরোধিতা করেছিলেন।

এ অভিনেতা বলেন, বর্তমান সরকার এটা হতে দিচ্ছে। তারা এটা করার জন্য মানুষকে যথেষ্ট সমর্থনও করছে, যাতে সমাজে ভয় ছড়ানো যায়। কিছু সিনেমা দেশে তৈরি হয় না। তারা এটা হতে দেবে না। কারণ সেন্সরশিপ আছে। রাজ্য সেন্সরশিপ ছিল। এখন তারা স্পষ্টভাবে এটিকে কেন্দ্রও সেন্সরশিপে নিয়ে এসেছে। তারাই সিদ্ধান্ত নেয়— কী তৈরি হবে। সিনেমাশিল্পে টাকা আছে। তাই তাদের ধারণা হলো— এত ভয় ছড়ানো যে, পরবর্তী প্রজন্ম আর এমন কোনো কিছু লিখবে না, যা হয়তোবা তারা লিখত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়