শিরোনাম
◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ০৪:৪৩ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্থিক প্রতারণা মামলায় বিপাকে মহেশ বাবু, ইডির তলব ২৮ এপ্রিলের মধ্যে হাজিরার নির্দেশ

আর্থিক প্রতারণার মামলায় বিপাকে পড়লেন তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেতা মহেশ বাবু। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করেছে তাকে। আগামী ২৮ এপ্রিলের মধ্যে অভিনেতাকে ইডিতে হাজিরা দিতে হবে বলে জানানো হয়েছে সোমবার (২১ এপ্রিল)।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুই রিয়েল এস্টেট প্রতিষ্ঠান সাই সূর্য ডেভেলপার্স ও সুরানা গ্রুপের বিরুদ্ধে অর্থ প্রতারণার অভিযোগ উঠে। অভিনেতা মহেশ বাবু ৫ কোটি ৯০ লাখ টাকার বিনিময়ে প্রতিষ্ঠান দুটিকে সমর্থন করেছিল বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় তারকার জড়িত থাকার বিষয়টি তদন্ত করছে ইডি। কেননা, তার অনুমোদনের কারণেই কয়েকজন প্রতারণামূলক উদ্যোগে বিনিয়োগ করেছিল বলে দাবি করা হয়েছে অভিযোগে।

অভিনেতা মহেশ বাবু প্রতিষ্ঠান দুটির মাধ্যমে অর্থ পাচার না করলেও প্রতিষ্ঠান দুটি থেকে পাচারের অর্থ নেয়ার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তেলেঙ্গানা পুলিশের দায়ের করা মামলার ভিত্তিতে তদন্ত শুরু করেছিল ইডি। সংস্থা দুটি একই প্লট একাধিক মানুষের নামে রেজিস্ট্রেশনের মাধ্যমে বিক্রি করে প্রতারণা করা হয়েছে বলে সূত্রের খবর।

এর আগে গত ১৬ এপ্রিল ইডির অভিযানে সন্দেহজনক লেনদেনে ১০০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযানে যেসব কাগজপত্র পাওয়া গেছে তাতে মোটা অংকের অর্থ আদান-প্রদানের ইঙ্গিত মিলেছে। সূত্রের খবর, ফৌজদারি অপরাধে মামলাটি নিয়েছে ইডি।

প্রসঙ্গত, ১৯৯০ দশকের শেষ দিকে সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় মহেশ বাবুর। তার অভিনীত ‘ওক্কাডু’ (২০০৩), ‘আথাডু’ (২০০৫), ‘পোক্কিরি’ (২০০৬) এবং সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ‘সারিলেরু ‘নিক্কেভারু’ (২০২২) ও ‘সরকারু ভারি পাট্টা’ (২০২২) সিনেমা বক্স অফিসে হিট করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়