শিরোনাম
◈ প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ◈ বড় সুখবর দ্বৈত নাগরিকত্বের আবেদনকারীদের জন্য ◈ টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন ◈ সংশোধন হচ্ছে আইন: সরকারি কর্মচারীকে তদন্ত ছাড়া আট দিনে চাকরিচ্যুত করা যাবে ◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত?

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৫, ০৩:৩১ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি কি কাউকে অসম্মান করেছি: বর্ষা

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন। জানান, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই তার এমন সিদ্ধান্ত। অভিনেত্রী মনে করেন- সন্তানরা বড় হলে নায়িকা হিসেবে তাদের মাকে কীভাবে নেবে, সেই চিন্তা থেকেই অভিনয়কে বিদায় যানাচ্ছেন তিনি। তবে হাতে থাকা তিনটি সিনেমার কাজ শেষেই বাজবে এই বিদায় ঘণ্টা।

চিত্রনায়িকা বর্ষার এমন বক্তব্য সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকেই শোবিজে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। সিনেমা ইন্ডাস্ট্রির অনেকেই বর্ষার এমন মন্তব্য ভালোভাবে নেননি। এ কথা বলেছেন অনেকেই। এসব তর্ক-বিতর্ক এসেছে বর্ষার নজরেও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষা স্পষ্ট জানিয়েছেন, অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। আর এটি নিয়ে অহেতুক বিতর্কের প্রয়োজন নেই।

অভিনেত্রীর কথায়, ‘সোশাল মিডিয়ায় আসলে সবকিছু বলতে নেই। আমি যেটা বলেছিলাম, সেটা একেবারে আমার ব্যক্তিগত চিন্তা এবং আমার মনের কথা। এটা আমার সিদ্ধান্ত। অথচ এ নিয়ে মানুষজন আলোচনা-সমালোচনা শুরু করেছে!’

কোনো বিতর্কের সুযোগ নেই উল্লেখ করে বর্ষা আরও বলেন, ‘আমি কি কাউকে অসম্মান করেছি এখানে? আমাদের মিডিয়াতে অনেক দম্পতি আছেন যারা একটা সময় অভিনয় ছেড়ে দিয়েছেন। মৌসুমি-ওমর সানি কিংবা নাইম-শাবনাজের মতো জুটির কথাই ধরুন। আমরা তাদের ভালোবাসি, তাদের চমৎকার সম্পর্কের প্রশংসা করি।’

সবশেষে বর্ষা বলেন, ‘আমার এই সিদ্ধান্ত নিয়ে এত সমালোচনা করার কিছু নেই। অভিনয় ছেড়ে দেওয়া একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এটা অন্য কারও বিরক্তির কারণ হওয়ার মতো কিছু নয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়