শিরোনাম
◈ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৫, ০৫:১৩ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের বিরুদ্ধে অভিনেত্রীকে ধ.র্ষ.ণে.র অভিযোগ

পাকিস্তানের মঞ্চ অভিনেত্রী মাহনূর। এই অভিনেত্রী অভিযোগ করেছেন, তাকে বন্দুকের মুখে ধর্ষণ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি দেশটির সারগোধা জেলার একজন পুলিশ অফিসার।

মাহনূর, 'শের দিল' সিনেমার জন্য পরিচিত। পাঞ্জাবের ইন্সপেক্টর জেনারেল (আইজি) ড. উসমান আনোয়ারের কাছে এ ব্যাপারে অভিযোগ জানিয়েছেন তিনি। তার অভিযোগটি দ্রুত তদন্তের জন্য আইজি অফিসে পাঠানো হয়েছে।

সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী মাহনূর অভিযোগ করেছেন যে, তাকে একজন পিএসপি (পাকিস্তান পুলিশ সার্ভিস) অফিসার ডিপিও হাউজে বন্দুকের মুখে যৌন নিপীড়ন করেছেন।

মাহনূরের দাবি, তাকে পুলিশ কর্তৃক জব্দকৃত টাকা উদ্ধার করতে ডাকা হয়েছিল, তবে সেখানে গিয়ে তাকে যৌন নিপীড়নের শিকার হতে হয়।

মাহনূর আরো অভিযোগ করেছেন যে, ডিপিও তাকে যৌন নিপীড়ন করার সময় ওই অশালীন দৃশ্য ভিডিও রেকর্ড করেছেন। তার সঙ্গে ডিপিওর একজন সহযোগী যোগাযোগ করেছিলেন এবং তাকে ৬০ মিলিয়ন রুপি পুনরুদ্ধারে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে, প্রতিশ্রুতি অনুযায়ী সহায়তা না দিয়ে, অভিনেত্রীকে ডিপিওর বাসভবনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ওই ঘটনার মুখোমুখি হতে হয়।

এ অভিনেত্রী তাকে অপহরণ ও মৃত্যুর হুমকি দেয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথাও জানিয়েছিলেন। কানাডীয় এ নাগরিক কানাডা দূতাবাসেও অভিযোগ দেয়ার কথা উল্লেখ করেছেন।

এ ঘটনায় মাহনূর শিগগিরই তদন্তের আহ্বান জানিয়েছেন এবং অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়েরের দাবি জানিয়েছেন। তবে পাঞ্জাবের পুলিশ এখনো এ অভিযোগ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়