শিরোনাম
◈ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা ◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর ◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ০৪:০২ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মক্কায় এসেছি, তবুও বাজে মন্তব্য করছে মানুষ: নিলয় আলমগীর

ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর। ক্যারিয়ারে অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে অভিনেতাকে। তবে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে এ অভিনেতা। পর্দায় হিট নাটক দেওয়ার পাশাপাশি সামাজিক মাধ্যমেও তুমুল জনপ্রিয় তিনি।

ভক্তদের সংস্পর্শে থাকেন নিয়মিত। সম্প্রতি পবিত্র ওমরাহ পালন করতে পরিবার নিয়ে সৌদি আরবে গেছেন নিলয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি পোস্টও করেছেন ভক্তদের সঙ্গে। তবে অভিনেতার সেই পোস্টে আসে বহু বিরূপ মন্তব্য।

এতে খানিকটা বিরক্ত এই অভিনেতা। জবাবও দিলেন ফেসবুকে।

শনিবার (১১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিলয় লিখলেন, ‘এর আগেও আমি অনেক দেশে গিয়েছি। ছবি পোস্ট করেছি।

এমনকি পাতায়া বা মায়ামি বিচ থেকেও ছবি পোস্ট করেছি। কিন্তু এত বাজে কমেন্টস আসেনি। মক্কায় এসে ছবি দিলেই যত বাজে কমেন্টস আসা শুরু করে। কারণটা কী, কিছুই বুঝতে পারলাম না।’

 তিনি আরো লিখেছেন, ‘পবিত্র নগরীতে এসেছি।

ছবি দেখে ভালো লাগলে ভালো কমেন্টস করবেন, ভালো না লাগলে এড়িয়ে যাবেন। আল্লাহ আমাকে এই পবিত্র জায়গায় দ্বিতীয়বারের মতো আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন আবার আসবো, বারবার আসবো। আপনিও আল্লাহর কাছে দোয়া  করবেন, যাতে আপনিও আসতে পারেন এখানে। আল্লাহ কোনটা কবুল করবেন আর কোনটা করবেন না সেটা আল্লাহই ভালো জানেন।’

অশালীন মন্তব্যকারীদের উদ্দেশে নিলয় লিখেছেন, ‘বাজে কমেন্টগুলো আপনার জীবনের হতাশার বহিঃপ্রকাশ মাত্র। হিংসা থেকে দূরে থাকবেন, জীবন সুন্দর হবে।’

২০০৯ সালে ‘ফেয়ার অ্যান্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে শোবিজে পথ চলা শুরু হয় নিলয়ের। মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলি রোড’ চলচ্চিত্র দিয়ে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। যদিও সিনেমায় নিয়মিত না হলেও নাটক নিয়েই ব্যস্ত নিলয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়