শিরোনাম
◈ জাতীয় নির্বাচন: দলগুলোর নানা মত, ইসির ডিসেম্বরের প্রস্তুতি ◈ তারেক রহমানের ফেসবুক পোস্ট: প্রশংসনীয় এই মানসিকতা অব্যাহত থাকুক  ◈ শেখ হাসিনার শাসনামলের গুম, খুন, অর্থপাচার: আল জাজিরার তথ্যচিত্রে বিস্ফোরক তথ্য ◈ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড ◈ এবার রিপাবলিক বাংলা বন্ধ ও ময়ূখকে গ্রেফতারের দাবিতে পশ্চিমবঙ্গে বি'ক্ষো'ভ (ভিডিও) ◈ দেশে জঙ্গি ঢুকিয়ে দিয়ে যুদ্ধের নাটক করছে বিজেপি: কীর্তি আজাদ ◈ ডেটিং নিয়ে দ্বন্দ্ব: তিন কলেজেই মেয়েরা ডেট করে, তাই হয় মারামারি', বললেন সিটি কলেজের ছাত্রীরা ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একাট্টা হচ্ছে দলগুলো ◈ কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৪, ১২:৫৬ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক মহিলা আমাকে ফোন দিয়ে বলে আপনারাতো আলাদা হয়ে গেছেন : ওমর সানী (ভিডিও)

‘প্রিয়দর্শিনী’ খ্যাত চিত্রনায়িকা আরিফা জামান মৌসুমীর ৫১তম জন্মদিন আজ (৩ নভেম্বর)। বয়স যেন কোনোভাবেই ছুঁতে পারছে না তাকে। তা শুধু সংখ্যাতেই আটকে আছে। এই বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন মৌসুমী। ব্যক্তিগত জীবনে ১৯৯৬ সালের ২ আগস্ট চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ঢালিউডের সবচেয়ে সুখী ও স্টাইলিশ তারকা দম্পতি বলা হয় মৌসুমী-সানীকে।

বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন মৌসুমী। এবারও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেই জন্মদিন উদযাপন করবেন তিনি। তবে চলতি বছর দিনটি উপলক্ষে বিশেষ কোনো আয়োজন নেই তার। কিন্তু প্রিয়তমা সেই স্ত্রীর জন্মদিনেই পাশে নেই ওমর সানী।

মৌসুমীর জন্মদিন উপলক্ষে গণমাধ্যমে চিত্রনায়ক বলেন, কাজ শেষ করে খুব শিগগরই দেশে ফিরবেন মৌসুমী। জন্মদিনে তাকে পাশে না পেয়ে আমারও ভীষণ খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় সব মেনে নিতে হবে।

ঘনিষ্ঠ সূত্র হতে জানা গেছে, গেল বছরের অক্টোবরে সেখানে যাওয়ার পর আর দেশে ফেরা হয়নি মৌসুমীর। আপাতত দেশে ফিরবেন না বলেও জানান এই চিত্রনায়িকা। মূলত স্থায়ী আবাসন গড়ার লক্ষে দেশটিতে অবস্থান করছেন মৌসুমী। সেখানে গিয়ে গ্রিনকার্ডের জন্য আবেদন করেছেন তিনি।

অন্যদিকে জন্মদিন প্রসঙ্গে গণমাধ্যমকে মৌসুমী বলেন, ‘জন্মদিন নিয়ে এবার বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমার একমাত্র কন্যা ফাইজার খুব ইচ্ছা আমি যেন ঘরে থেকে শুধু তাকেই সময় দেই। তাই মেয়েকেই সময় দেবো। যদি সময় সুযোগ হয় তাহলে আশপাশেই ফাইজাকে নিয়ে একটু ঘুরতে বের হবো।

তিনি আরও বলেন, বাসায় নিজের হাতেই রান্না করব, একটা কেকও বানাবো আমি। তবে সানী (স্বামী) এবং ফারদিনকে (ছেলে) ভীষণ মিস করবো। তারা সঙ্গে থাকলে হয়তো সময়টা আরও বেশি ভালো লাগার, আনন্দের হয়ে উঠত। ভক্ত-দর্শকসহ দেশবাসীর কাছে আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়