শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একাট্টা হচ্ছে দলগুলো ◈ কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া ◈ ৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির ◈ মাদক সেবনের অপরা‌ধে ক্রিকে‌টে সাময়িক নিষিদ্ধ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার রাবাদা ◈ বাংলা‌দে‌শের যুবারা ১৪৬ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা‌কে ◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ?

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৪, ০৭:১৭ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেলে গিয়ে আমি প্রচুর গালিগালাজ শিখেছি, কেউ কেউ মুখে ব্লেড নিয়ে ঘুরছে : পরীমণি

অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনায় ছিলেন চিত্রনায়িকা পরীমণি। কখনো সিনেমা দিয়ে আবার কখনো ব্যক্তিজীবন নিয়ে। অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় কারাভোগও করেছেন এই চিত্রনায়িকা। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা সবাইকে জানাতে চান তিনি। লিখতে চান বইও। সম্প্রতি এক টিভি অনুষ্ঠানের অতিথি হয়ে জেলজীবনের অভিজ্ঞতার কথা জানালেন পরীমণি।

সঞ্চালক পরীর কাছে জানতে চান, জেলজীবন থেকে কী শিখেছেন? উত্তরে তিনি বলেন, ‘জেলে আমাকে পাঠানো হয়েছে। সেখানে গিয়ে কি ভালো কিছু শিখব? দিলো তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে। (সেখানে) আমি প্রচুর গালিগালাজ শিখেছি। ওরা সারাক্ষণ এ-ই করত।’

জেলে থাকার অভিজ্ঞতা বলতে গিয়ে পরীমণি আরও বলেন, ‘জেলে গিয়ে দেখেছি প্রতিটি মানুষের আলাদা আলাদা গল্প। এমন অনেকে আছে, যারা ৪০ বারের বেশি জেলে গেছে। পুরো ভিন্ন একটা জগৎ। কেউ কেউ মুখে ব্লেড নিয়ে ঘুরছে। প্রচুর গ্রুপিং হয়, বিচিং হয় সেখানে। জেলে সময় কাটানো খুব কঠিন। কোনো অ্যাক্টিভিটি নেই তো সেখানে। কতক্ষণ আর গল্প করা যায়! টাইমপাস করার জন্য অনেকে ইচ্ছা করেই ঝগড়া করত; সেসব স্মৃতি লিখে রেখেছি।’

জেল থেকে ফেরার সময় পরীমণির জন্য কয়েদিরা কেঁদেছিলেন বলেও জানান তিনি। নায়িকার ভাষ্য, ‘যখন জেল থেকে বেরিয়ে আসছিলাম, সে সময় অনেকের মন খারাপ হয়েছে। বের হওয়ার সময় কান্নাকাটি হয়েছে গলা ধরে। কারণ অনেকের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। আবার কেউ কেউ খুশিও ছিলেন এই ভেবে যা গেলে বাঁচি!’

উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট মাদককাণ্ডে পরীমণিকে আটক করে র‌্যাব। সেসময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাওয়া যায়। পরবর্তী সময়ে মাদক মামলায় নায়িকাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই সময় ২৬ দিন কারাগারে থাকতে হয়েছিল তাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়