শিরোনাম
◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৪, ০৮:০৪ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবলা পশুদের পাশে দাঁড়ানোর আহ্বান শাম্মীর

শিমুল চৌধুরী ধ্রুব: [২] দেশে সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অশান্তির জেরে নাজুক পরিস্থিতি বিরাজ করছে দেশজুড়ে। এমতাবস্থায় সাধারণ মানুষ হতাহত হওয়ার পাশাপাশি পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তায় থাকা কুকুর-বিড়ালের মত অবলা প্রাণীরা। বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকায় তাদের খাবার সংগ্রহ বন্ধের পথে। এমতাবস্থায় এসব প্রাণীদের জন্য উদ্বেগ প্রকাশ করলেন মডেল ও ইনফ্লুয়েন্সার শাম্মী ইসলাম নীলা।

[৩] অনেকদিন ধরেই আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের ওপর সংহতি জানাতে দেখা গেছে নীলাকে। শিক্ষার্থীসহ সাধারণ মানুষ হতাহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এমনকী আলোচিত র‌্যাপার হান্নানকে গ্রেপ্তারের প্রতিবাদও জানান এই মডেল। এবার সামাজিক মাধ্যমে কুকুর-বিড়াল নিয়ে ব্যতিক্রমী পোস্ট দিলেন নীলা, যা নিয়ে অনুরাগীদের প্রশংসায় ভাসছেন তিনি।

[৪] শুক্রবার রাতে নীলা তার ভেরিফাইড পেজ থেকে লেখেন, ‘দয়া করে বিড়াল-কুকুরদের নিরাপত্তা দিন। যদি সম্ভব হয়, তাদের খাবারের ব্যবস্থা করেন। তারা অসহায় এবং আমাদের ওপরেই নির্ভরশীল।’

[৫] ওই পোস্টে কিছু নেটিজেন বিরূপ মন্তব্য করলেও অধিকাংশ প্রতিক্রিয়াই ছিল ইতিবাচক। নীলাকে প্রশংসা করে কেউ কেউ লিখেছেন, ইনফ্লুয়েন্সার হলে এমনই হওয়া উচিৎ, যার মাঝে বুদ্ধি ও দয়া রয়েছে। কেউ লিখেছেন, এই বিষয়ে কথা বলার জন্য ধন্যবাদ। আরেকজনের মন্তব্য, এভাবে পশুদের নিয়ে চিন্তা করতে দেখে আপনার ওপর খুশি না হয়ে পারছি না। সম্পাদনা: কামরুজ্জামান

এসসিডি/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়