শিরোনাম
◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু ◈ বাংলা চলচিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই ◈ আজ বিকাল ৫টা থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৮:৩৭ রাত
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কড়া নিরাপত্তা কাজেই আসেনি ‘পুষ্পা’র

শিমুল চৌধুরী ধ্রুব: [২] দক্ষিণ ভারতীয় সিনেমা ‘পুষ্পা’ হিটের পর এর সিক্যুয়েল নির্মাণে বেশ কিছু উদ্যোগ নিতে হয়েছিল। এর একটি হলো, নিরাপত্তা। মুক্তির দিন পিছিয়ে এখন শেষ পর্যায়ের শুটিং চলছে ‘পুষ্পা ২’ চলচ্চিত্রের। এর শুটিংয়ের সময় একটি ছবিও ফাঁস না হয়, তা নিয়ে ছিল কড়া নিরাপত্তা। তবে এত নিরাপত্তার মাঝেও ফাঁস হয়ে গেল ‘পুষ্পা ২’র শুটিং ভিডিও। সূত্র: তামিল টাইমস

[৩] যেখানে একেবারে অ্যাকশন অবতারে দেখা গেল দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। সামাজিকমাধ্যমে এই ভিডিও ভাইরাল হওয়ার রীতিমতো রেগে গেছেন আল্লু। পুরো শুটিং টিমের উপর ক্ষোভ উগরে দিয়েছেন এই অভিনেতা।

[৪] এদিকে কয়েকমাস আগেই জানানো হয়েছিল, ‘পুষ্পা ২’ সিনেমা ১৫ আগস্ট অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পেতে চলেছে। তবে এবার শোনা যাচ্ছে, বেশ কিছুটা শুটিং এখনও হওয়া বাকি। সেই কারণে নাকি পিছিয়ে যেতে পারে মুক্তির সময়। ১৫ আগস্টের পরিবর্তে চলতি বছরের বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর নাকি মুক্তি পাবে ‘পুষ্পা ২’। যেহেতু ‘পুষ্পা’ও ডিসেম্বরে মুক্তি পেয়েছিল, সেই কারণে ডিসেম্বরকেই বেছে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। সূত্র: বলিউড হাঙ্গামা

[৫] জানা গেছে, ‘পুষ্পা’র দ্বিতীয়ভাগের চিত্রনাট্যে আসবে বড়সড় বদল। এমনকি, ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার জানিয়েছেন, ‘পুষ্পা’ সিনেমাটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই সিনেমার দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে। শুধু হিন্দি তামিল, তেলুগু, মালয়লাম, কন্নড় ভাষাতেই নয়, পুষ্পা ২ মুক্তি পাবে বাংলা ভাষাতেও। যা মুক্তি পাবে ভারতের পশ্চিমবঙ্গেও।

একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়