শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৪, ০৭:৫৯ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৪, ১২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিল্পী সমিতির শপথ অনুষ্ঠানে হট্টগোল, মারামারি

ইমরুল শাহেদ: [২] ২৩ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণ করেছে। নতুন সভাপতি মিশা সওদাগরকে শপথ পড়ান পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ। তখন পাশে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। তারপর অন্যান্য সদস্যদের শপথ পড়ান সভাপতি মিশা সওদাগর। 

[৩] এরপরই শুরু হয় হট্টগোল। একজন প্রত্যক্ষদর্শী জানান, অভিনেত্রী ময়ূরী শপথ অনুষ্ঠানে এসেছিলেন সঙ্গে তার মেয়েকে নিয়ে। একজন সাংবাদিক যখন ময়ূরীর মেয়ের সঙ্গে কথা বলছিলেন তখন মেয়েটি চলচ্চিত্রের নয়, তাকে কেন প্রশ্ন করা হবে বলে প্রতিবাদ করেন অভিনেতা শিবা সানু। এখান থেকে তর্ক-বিতর্ক শুরু হয়ে মারামারি শুরু হয়ে যায় সাংবাদিক ও শিল্পীদের মধ্যে। মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। 

[৪] সূত্রটি আরো জানিয়েছে, এফডিসি চত্বরে তখন উপস্থিত ছিলেন দেড় শতাধিক সাংবাদিক, যাদের বেশির ভাগকেই বলা হয়েছে ভিউজ সন্ধানী ইউটিউবার। বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকরাও অকুস্থলে উপস্থিত ছিলেন। জানা গেছে, কয়েকটি টিভি চ্যানেলের ক্যামেরা ভাঙ্গা হয়েছে। 

[৫] এই নিয়ে চিত্রকর্মী ও সাংবাদিকদের মধ্যে সমঝোতার আলোচনা শুরু হয়েছে। মিশা সওদাগর, ডিপজল ছাড়াও চলচ্চিত্রশিল্পের নেতারা সমঝোতার আলোচনায় উপস্থিত রয়েছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। 

আইএস/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়