শিরোনাম
◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৪, ০৭:৫৯ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৪, ১২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিল্পী সমিতির শপথ অনুষ্ঠানে হট্টগোল, মারামারি

ইমরুল শাহেদ: [২] ২৩ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণ করেছে। নতুন সভাপতি মিশা সওদাগরকে শপথ পড়ান পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ। তখন পাশে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। তারপর অন্যান্য সদস্যদের শপথ পড়ান সভাপতি মিশা সওদাগর। 

[৩] এরপরই শুরু হয় হট্টগোল। একজন প্রত্যক্ষদর্শী জানান, অভিনেত্রী ময়ূরী শপথ অনুষ্ঠানে এসেছিলেন সঙ্গে তার মেয়েকে নিয়ে। একজন সাংবাদিক যখন ময়ূরীর মেয়ের সঙ্গে কথা বলছিলেন তখন মেয়েটি চলচ্চিত্রের নয়, তাকে কেন প্রশ্ন করা হবে বলে প্রতিবাদ করেন অভিনেতা শিবা সানু। এখান থেকে তর্ক-বিতর্ক শুরু হয়ে মারামারি শুরু হয়ে যায় সাংবাদিক ও শিল্পীদের মধ্যে। মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। 

[৪] সূত্রটি আরো জানিয়েছে, এফডিসি চত্বরে তখন উপস্থিত ছিলেন দেড় শতাধিক সাংবাদিক, যাদের বেশির ভাগকেই বলা হয়েছে ভিউজ সন্ধানী ইউটিউবার। বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকরাও অকুস্থলে উপস্থিত ছিলেন। জানা গেছে, কয়েকটি টিভি চ্যানেলের ক্যামেরা ভাঙ্গা হয়েছে। 

[৫] এই নিয়ে চিত্রকর্মী ও সাংবাদিকদের মধ্যে সমঝোতার আলোচনা শুরু হয়েছে। মিশা সওদাগর, ডিপজল ছাড়াও চলচ্চিত্রশিল্পের নেতারা সমঝোতার আলোচনায় উপস্থিত রয়েছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। 

আইএস/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়