শিরোনাম
◈ শিক্ষক-কর্মচারীদের মাধ্যমিক স্তরে বদলি ও পদায়নের নতুন নির্দেশনা ◈ হাজিদের সোয়া ৮ কোটি টাকা ফেরত দেবে সরকার ◈ জরুরি অবস্থা ঘোষণায় বিরোধীদলের অংশগ্রহণ ও নাগরিক অধিকার সুরক্ষার সুপারিশ ◈ গভীর রা‌তে ক্লাব বিশ্বকা‌পের ফাইনাল, এই আ‌য়োজ‌নে ফিফার আয় ২৪ হাজার কোটি টাকা ◈ সিরিজ বাঁচা‌তে রা‌তে শ্রীলঙ্কার মোকা‌বিলা কর‌বে বাংলা‌দেশ ◈ চীনের সুপার ড্যাম,: ভারত ও বাংলাদেশের উদ্বেগ ও বাস্তবতা ◈ ভেরিফিকেশন ছাড়া আর নয় শিক্ষক নিয়োগ: কার্যকর হলো শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পরিপত্র ◈ সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও জাতীয় নির্বাচন সম্ভব: বিবিসি বাংলাকে সিইসি ◈ সন্ত্রাসীদের ধরতে যে কোন সময় সারাদেশে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০২:০৭ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ০২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘গ্রিন কার্ড’ সিনেমার দ্বিতীয় পোষ্টার প্রকাশ

মনিরুল ইসলাম: [২]  নতুন একটি সিনেমা। নাম ‘গ্রিন কার্ড’। ঈদে মুক্তি প্রতিক্ষীত ছবি। কাজী হায়াৎ ও রওশন আরা নিপা পরিচালিত। আমেরিকায় কতটা অসহায় বাংলাদেশীরা তাই তুলে ধরা হবে এই সিনেমায়। 
 
[৩] এই সিনেমার ২য় পোষ্টার প্রকাশিত হয়েছে। এতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী  নায়ক বরেণ্য নির্মাতা কাজী হায়াতের একমাত্র ছেলে কাজী মারুফ।
 
[৪] এর গল্প এবং চিত্রনাট্য তিনি লিখেছেন। ফিল্ম ফ্যাক্টরির ব্যানারে বাংলা ও হিন্দি ভাষায় সিনেমাটি নির্মাণ করা হয়েছে বলে  জানান কাজী মারুফ। 
 
[৫]  বহুদিন ধরে অভিনয়ের বাইরে তিনি। আমেরিকান প্রবাসী। বর্তমানে দেশে এসেছে ছবিটি ঈদে মুক্তি দেবার উদ্দেশ্যে।
 
[৬] নায়ক মারুফ জানান,  এটাই প্রথম কোনো বাংলা সিনেমা, যার পুরোটা শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের জীবনের গল্প তুলে ধরা হয়েছে এই সিনেমায়। 
 
[৭] ‘গ্রিন কার্ড’ সিনেমায় অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি মডেল, ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার নুসরাত তিসাম ও নাজিদা সৈয়দ। আরও আছেন নওশীন, হিল্লোল, শিরিন বকুল, শিল্পী, কাজী আরিশা, রাফি আহমেদ, আকাশ রহমানসহ অনেকে।
 
[৮] নির্মাতা কাজী হায়াৎ আলাপকালে বলেন, এই ছবিটি সেন্সর বোর্ডের সদস্যরা দেখে প্রশংসা করেছেন। আমার বিশ্বাস আমার ভক্ত, সিনেমা দর্শকরা দেখেও ঠকবেন না। জানতে পারবেন একটি গ্রীনকার্ডের জন্য কি করেন বাংলাদেশীরা। 
 
এমআই/এইচএ
  • সর্বশেষ
  • জনপ্রিয়