শিরোনাম
◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৩৯ দুপুর
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইভিএম নিয়ে একটি রাজনৈতিক দল মিথ্যাচার করছে: ইসি

শাহজাদা এমরান, কুমিল্লা: [২] নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন, কুসিক উপ-নির্বাচনে সিসি ক্যামরা থাকবে না, তবে যেসব প্রতিষ্ঠানে সিসি ক্যামরা রয়েছে, সেগুলো বেসরকারি ভাবে রাখা হবে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন এবারও সুষ্ঠু সুন্দর ভাবে হবে। কোনও অপশক্তিকে ভোটকেন্দ্রে প্রবেশ করার সুযোগ দেওয়া হবে না। 

[৩] বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা নগরের সার্কিট হাউসে সেমিনার কক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

[৪] ইভিএম প্রসঙ্গে নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেন, ইভিএম নিয়ে একটি রাজনৈতিক দল মিথ্যাচার করে, সত্য বলতে ইভিএমে ভোট চুরির সুযোগ নেই। যারা এসব কথা বলে তারাই মিথ্যাচার করছেন।

[৫] তিনি আরো বলেন, এ নির্বাচনে ভোটের আগের দিন থেকে ভোটের পরেরদিন রাত ৮টা পর্যন্ত সিটি এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। বিগত নির্বাচনে ভোট কারচুপি হয়নি, তবে অভিযোগ করছেন দুই প্রার্থী,এবারও ফলাফল বিড়ম্বনার কোনো সুযোগ নেই,লাগাতার ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল ঘোষণার কেন্দ্রে কোনও সাধারণ মানুষ ঢুকতে পারবে না। প্রার্থীদের তেমন কোনও অভিযোগ নেই,আমাদের পাশাপাশি প্রার্থীদের এগিয়ে আসতে হবে নির্বাচন সুষ্ঠু করতে। 

[৬] সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এটা স্থানীয় সংসদ সদস্যর নিজ এলাকা, এখানে তিনি থাকবেন,এখানকার ভোটার তিনি,এটাই তো স্বাভাবিক, তবে  নির্বাচনে আচরণবিধি লংঘন করলে  কঠোর প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

[৭] এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, পুলিশ সুপার আবদুল মান্নান, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ মুনীর হোসাইন, র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মাহমুদুল ইসলাম, বাস প্রতীকের প্রধান এজেন্ট আতিক উল্ল্যাহ, হাতি প্রতীকের এজেন্ট সৈয়দ সাইফুল ইসলাম, ঘোড়া প্রতীকের এজেন্ট মোহাম্মদ নিজাম উদ্দিন, ঘড়ি প্রতীকের এজেন্ট রিস্কু। সম্পাদনা: সমর চক্রবর্তী

[৮] এর আগে কুমিল্লা সিটি কপোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে চার প্রার্থী ও তাদের প্রধান এজেন্টের মতামত ও অভিযোগ শুনেন। এসময় প্রার্থীরা নির্বাচন কমিশনার আনিসুর রহমানের সামনে বিভিন্ন অভিযোগ করেন।

[৯] টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু বলেন, ভোটারদের একটাই শঙ্কা, তারা নির্বাচনে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবো না। আপনারা পর্যাপ্ত পুলিশ দেন কেন্দ্রগুলোতে তাহলে ভোটাররা আসতে পারবে। 

[১০] ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার বলেন, নির্বাচন পরিচালনার জন্য একজন নির্বাচন কমিশনারকে আমরা এখানে চাই। এছাড়া, বর্তমান সাংসদ যদি নির্বাচন আচরণবিধির আওতায় পড়েন, তাহলে ওনাকেও এই আওতায় আনতে হবে। 

[১১] হাতি প্রতীকের নূর-উর-রহমান তানিম বলেন, আমার পোস্টার ছিঁড়া হচ্ছে প্রকাশ্যে, এগুলো বন্ধ করতে হবে। এছাড়া, কেন্দ্রগুলো যদি সিসি ক্যামেরার আওতায় আনা যায়, তাহলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। 

[১২] বাস প্রতীকের ডা. তাহসিন বাহার বলেন, নির্বাচন সকলে মিলে সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। কুমিল্লা শান্তি শহর,কেউ অভিযোগ করলে তার প্রমাণ রাখতে হবে। ভুল ও মিথ্যা অভিযোগ করে অন্য প্রার্থীকে হয়রানি করা হচ্ছে। 

[১৩] জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, সকলে সহমর্মিতা ও সহনশীলতা বজায় রেখে, একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন করুন। সবাই সবার জায়গায় ঠিক থাকবেন। সবাই আচরণবিধিমালাগুলো মেনে চলবেন। 

[১৪] প্রসঙ্গত, ২০২২ সালের কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর চিকিৎসা চলাকালে তার মৃত্যু হয়। এরপর কুমিল্লা সিটি করপোরেশনের ময়র পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন উপনির্বাচনে তারিখ ঘোষণা করে। আগামী ৯ মার্চ ১০৫টি ভোট কেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হবে। নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে। এবার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।

প্রতিনিধি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়