বাবুল খাঁন, বান্দরবান: [২] রুমা-বগালেক সড়কে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. সালেহ (৪৫) নামে মোটরসাইকেল চালক নিহত এবং একই ঘটনায় আজাদ (৩৯) নামে আরও এক বাইক আরোহী আহত হয়েছেন।
[৩] সোমবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার ২ নং রুমা সদর ইউপির ৮ নম্বর ওয়ার্ড মুনলাই পাড়া সংলগ্ন রুমা-বগালেক সড়কে এই ঘটনা ঘটে।
[৪] নিহত মো. সালেহ (৪৫) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া এলাকার মিয়া হোসেনের ছেলে। আহত আজাদ (৩৯)ও একই এলাকার মৃত হাজী আবদুল মিয়ার ছেলে।
[৫] স্থানীয় সূত্রের তথ্যমতে, বেলা সাড়ে ১২ টায় রুমা-বগালেক সড়কের মুনলাই পাড়া এলাকায় বগালেকগামী টিএস ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে বাইক চালক ও বাইক আরোহী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় আহতদের রুমা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহত বাইক চালক সালেহকে (৪৫) মৃত ঘোষণা করেন।
[৬] রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং আহত ব্যাক্তি চিকিৎসাধীন রয়েছে বলে জানান।
প্রতিনিধি/এনএইচ
আপনার মতামত লিখুন :