শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৬:৫৪ বিকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌকার শাম্মীর মনোনয়নপত্র বাতিল, এমপি পংকজের বৈধ

মাসুদ আলম: [২] দ্বৈত নাগরিকত্বের কারণে বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।একই আসনে বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সোমবার বিকেল পৌনে চারটার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম এ ঘোষণা দেন। 

[৩] রিটার্নিং কর্মকর্তা বলেন, দ্বৈত নাগরিকত্ব থাকায় সংবিধানের ৬৬ নম্বর অনুচ্ছেদের বিধান অনুযায়ী, শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। তবে পংকজ নাথের বিরুদ্ধে শাম্মী আহম্মেদের আনা অভিযোগ যাচাই-বাছাইয়ে প্রমাণিত না হওয়ায় তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

[৪] রোববার শাম্মী আহম্মেদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগ আনেন একই আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ। একইভাবে পংকজ নাথের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন রুটে চলাচলকারী বিহঙ্গ পরিবহনের মালিকানা থাকার বিষয়টি হলফনামায় গোপন করার অভিযোগ তোলেন শাম্মী আহম্মেদ। দুজনের পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে  শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র বাতিলের বিষয়টি জানান রিটার্নিং কর্মকর্তা।

[৫]  শাম্মী আহমেদের ভাই শাহাব উদ্দিন বলেন, রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আমরা আপিল করবো। আশা করি আমরা মনোনয়ন ফিরে পাব। 

[৬] বরিশাল-৪ আসনের বর্তমান সংসদ সদস্য পংকজ নাথ এবার দলীয় মনোনয়ন পাননি। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়