সুবর্ণা হামিদ, সিলেট: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইভিএমের পরীক্ষা হয়ে গেছে। অনেকে এর ভেতরে ভূত-প্রেত অনেক কিছু থাকার কথা বলেছেন। আমরা খুঁজতে গিয়ে কিছু পাইনি।
শনিবার দুপুরে সিলেট শহরের জালালাবাদ গ্যাস অ্যান্ড টিঅ্যান্ডডি সিস্টেম লিমিটেডের সম্মেলন কক্ষে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ইভিএমে প্রচলিত যে সিস্টেম, তাতে দেখেছি কোনোভাবেই একজনের ভোট আরেক জায়গায় যায় না, যায় না, যায় না। সেই নিশ্চয়তা দিতে চাই। ১০০ পেজের একটি ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারতে পারেন, কিন্তু ইভিএমে কোনোভাবেই তা সম্ভব না। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ব্যালট ওপেন করতে হয়।
কাজী হাবিবুল আউয়াল বলেন, সিলেট নির্বাচনে সবকটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। ঢাকা থেকে সবকিছু মনিটর করা হবে। সিসিক নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মতবিনিময় সভায় সিলেট সিটি কর্পোরেশনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৭ জন মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ৪২টি সাধারণ কাউন্সিলর ও ১৪টি সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের বিভিন্ন অভিযোগ, অনুযোগ ও পরামর্শের জবাব দেন নির্বাচন কমিশন সচিব। সম্পাদনা: সালেহ্ বিপ্লব