শিরোনাম
◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ১২:৫১ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৩, ১২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-১৭ আসনে উপনির্বাচন: আওয়ামী লীগের ২২ জন মনোনয়ন প্রত্যাশী

নির্বাচন

ডেস্ক নিউজ: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে নৌকার টিকিট কিনেছেন ২২ জন। নৌকার টিকিট কিনেছেন যারা তাদের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, ব্যবসায়ী, চিত্রনায়ক, এবং  খলনায়কও আছেন।

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন মঙ্গলবার (৬ জুন) মনোনয়ন ফরম কিনেছেন ১০ জন। এদিনে ফরম কিনেন বোর্ড মেম্বার অফ ক্লাসিক ফাউন্ডেশন এবং তরি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তাহসিন মাহবুব। 

এর আগে গত শনিবার (৩ জুন) থেকে বুধবার (৬ জুন) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময় বেঁধে দেয়া হয়। চ্যানেল ২৪

মনোনয়ন জমা দিয়েছেন  যারা তারা হলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল হাফিজ মল্লিক, এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, প্রয়াত সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের ছেলে রৌশন হোসেন পাঠান, খলনায়ক ড্যানি সিডাক, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা হেফজুল বারী মোহাম্মদ ইকবাল, আওয়ামী লীগ নেতা তাহসিন মাহবুব, বনানী থানা আওয়ামী লীগ নেতা মো. নাছির, লতা নাসির, তাঁতী লীগ নেতা সৈয়দ তানভীর ইমাম, আরাফাত আশওয়াদ ইসলাম, মোহাম্মদ মুসা, মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, মুঃ নজরুল ইসলাম তামিজি, মো. আবু সাঈদ, মো. আব্দুল খালেক, কানিজ ফাতিমা সুলতানা, মোহাম্মদ আলী আরাফাত, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, জসিম উদ্দিন এবং মোহাম্মদ আব্দুল কাদের খান।

আওয়ামী লীগ সূত্র বলছে, আসনটিতে প্রার্থী চূড়ান্ত করতে আগামী শনিবার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড বৈঠকে বসতে পারে। সূত্র: বাংলা ট্রিবিউন

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে ১৭ জুলাই। কাগজের ব্যালটে হবে ভোট। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। রিপোর্ট: জেরিন আহমেদ, সম্পাদনা সাজ্জাদুল: ইসলাম

জেএ/এসআই/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়