শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:০৭ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকের প্রশ্নবানে লাইন থেকে কয়েকজন ভোটারের দৌড়

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচন

গোলাম সারোয়ার, আশুগঞ্জ: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচন চলছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি কম।

বেলা সাড়ে ১১টার দিকে সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, সুনশান নীরবতা। ভোটারদের লাইনে কোনো লোকজন নেই। বাইরে দাঁড়িয়ে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে কেন্দ্রের বাইরে উৎসুক মানুষের ভিড় আছে।

এদিকে ভেতরে যেতেই সাংবাদিকদের উপস্থিতি দেখে স্থানীয় এক যুবক কিছু যুবক-কিশোরকে নিয়ে ভোটারদের লাইনে দাঁড়ালেন। এ অবস্থায় লাইনের সামনে দাঁড়িয়ে থাকা এক কিশোরকে ভোটার কিনা প্রশ্ন করতেই বললেন, ‘আমাদের লাইনে দাঁড়াতে বলেছে।’ কে বলেছে এবং নাম পরিচয় জিজ্ঞেস করতেই কিশোরসহ বশে কয়েকজন লাইন থেকে দৌড়ে পালিয়ে যান৷

এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সৈয়দ ইসরাফিল জনগণের খবরকে বলেন, আমার কেন্দ্রে ৯টি বুথে ৪ হাজার ৪১ ভোট আছে৷ এরমধ্যে এখন পর্যন্ত (বেলা সাড়ে ১১টা পর্যন্ত) ভোট পড়েছে ১৭০টি। আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

প্রতিনিধি/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়