শিরোনাম
◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:০৭ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকের প্রশ্নবানে লাইন থেকে কয়েকজন ভোটারের দৌড়

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচন

গোলাম সারোয়ার, আশুগঞ্জ: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচন চলছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি কম।

বেলা সাড়ে ১১টার দিকে সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, সুনশান নীরবতা। ভোটারদের লাইনে কোনো লোকজন নেই। বাইরে দাঁড়িয়ে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে কেন্দ্রের বাইরে উৎসুক মানুষের ভিড় আছে।

এদিকে ভেতরে যেতেই সাংবাদিকদের উপস্থিতি দেখে স্থানীয় এক যুবক কিছু যুবক-কিশোরকে নিয়ে ভোটারদের লাইনে দাঁড়ালেন। এ অবস্থায় লাইনের সামনে দাঁড়িয়ে থাকা এক কিশোরকে ভোটার কিনা প্রশ্ন করতেই বললেন, ‘আমাদের লাইনে দাঁড়াতে বলেছে।’ কে বলেছে এবং নাম পরিচয় জিজ্ঞেস করতেই কিশোরসহ বশে কয়েকজন লাইন থেকে দৌড়ে পালিয়ে যান৷

এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সৈয়দ ইসরাফিল জনগণের খবরকে বলেন, আমার কেন্দ্রে ৯টি বুথে ৪ হাজার ৪১ ভোট আছে৷ এরমধ্যে এখন পর্যন্ত (বেলা সাড়ে ১১টা পর্যন্ত) ভোট পড়েছে ১৭০টি। আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

প্রতিনিধি/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়