শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৪:৩৬ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৪:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়া-৪ আসনে ভোটারদের উৎসাহ দিচ্ছে জাতীয় পার্টি

বগড়া

বকুল এনবি, নন্দীগ্রাম (বগুড়া): বগুড়া-৪ আসনের উপনির্বাচনে ভোট কেন্দ্রে ভোটারদের শতভাগ উপস্থিতির জন্য গ্রামে গ্রামে ছুটছে জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকেরা। লাঙ্গল প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি ভোটারদের উৎসাহ দিচ্ছেন তারা।

সুত্রমতে, নন্দীগ্রাম-কাহালু নির্বাচনী এলাকা বিএনপি ও জামায়াত ঘেঁষা হিসেবে পরিচিত। এই আসনের বিএনপির এমপি মোশারফ হোসেন পদত্যাগ করায় উপনির্বাচন হচ্ছে। আগামী ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শাহীন মোস্তফা কামাল ফারুকের পক্ষে দলীয় নেতাকর্মীরা নির্বাচনী এলাকার গ্রামে-মহল্লায় ব্যাপক গণসংযোগ করছেন।
  
নন্দীগ্রাম উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব নজরুল ইসলাম দয়ার নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বুড়ইল ইউনিয়নের বিভিন্ন বাজারে এবং পৌরসভার মাঝগ্রাম, ঢাকইর ও নামুইটসহ বিভিন্ন বাজারে প্রচারণা করেন।

পথসভায় উপস্থিত ভোটারদের উদ্দেশে নন্দীগ্রাম উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব নজরুল ইসলাম দয়া বলেন, অভিভাবক শূন্য নির্বাচনী এলাকার উন্নয়ন থমকে গেছে। এ নির্বাচন সরকার পরিবর্তন আনবে না, তবে দুই উপজেলার থমকে যাওয়া উন্নয়ন কাজের গতি ফেরাবে। নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন, ভোটাধিকার প্রয়োগ করুন, লাঙ্গল মার্কায় আস্থা রাখুন। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়