শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৪:৩৬ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৪:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়া-৪ আসনে ভোটারদের উৎসাহ দিচ্ছে জাতীয় পার্টি

বগড়া

বকুল এনবি, নন্দীগ্রাম (বগুড়া): বগুড়া-৪ আসনের উপনির্বাচনে ভোট কেন্দ্রে ভোটারদের শতভাগ উপস্থিতির জন্য গ্রামে গ্রামে ছুটছে জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকেরা। লাঙ্গল প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি ভোটারদের উৎসাহ দিচ্ছেন তারা।

সুত্রমতে, নন্দীগ্রাম-কাহালু নির্বাচনী এলাকা বিএনপি ও জামায়াত ঘেঁষা হিসেবে পরিচিত। এই আসনের বিএনপির এমপি মোশারফ হোসেন পদত্যাগ করায় উপনির্বাচন হচ্ছে। আগামী ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শাহীন মোস্তফা কামাল ফারুকের পক্ষে দলীয় নেতাকর্মীরা নির্বাচনী এলাকার গ্রামে-মহল্লায় ব্যাপক গণসংযোগ করছেন।
  
নন্দীগ্রাম উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব নজরুল ইসলাম দয়ার নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বুড়ইল ইউনিয়নের বিভিন্ন বাজারে এবং পৌরসভার মাঝগ্রাম, ঢাকইর ও নামুইটসহ বিভিন্ন বাজারে প্রচারণা করেন।

পথসভায় উপস্থিত ভোটারদের উদ্দেশে নন্দীগ্রাম উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব নজরুল ইসলাম দয়া বলেন, অভিভাবক শূন্য নির্বাচনী এলাকার উন্নয়ন থমকে গেছে। এ নির্বাচন সরকার পরিবর্তন আনবে না, তবে দুই উপজেলার থমকে যাওয়া উন্নয়ন কাজের গতি ফেরাবে। নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন, ভোটাধিকার প্রয়োগ করুন, লাঙ্গল মার্কায় আস্থা রাখুন। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়