শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২২, ০৬:৪৩ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২২, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাইবান্ধার ভোট বন্ধের তদন্তে হঠকারী সিদ্ধান্ত নেব না: সিইসি 

সিইসি 

এম এম লিংকন: বন্ধ হওয়া গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে অনিয়মের তদন্ত প্রতিবেদন নিয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেব না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা পরীক্ষা- নিরীক্ষা করছি এবং বিষয়টা ভালোভাবে দেখছি। একটু ওয়েট করেন আপনারা সব জানতে পারবেন। বুধবার (২৩ নভেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটাই জানান সিইসি।

গাইবান্ধা -৫ আসনে নতুন করে ভোট হবে কি না- এমন প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, এখন কিচ্ছু বলবো না। ওয়েট করেন আপনারা, একটু ওয়েট করেন।

গত ১২ অক্টোবর গাইবান্ধা -৫ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু ভোট গ্রহণের মাঝপথে ব্যাপক অনিয়মের কারণে ৫১টি কেন্দ্রে ভোট বন্ধের ঘোষণা দেন সিইসি। এরপর কিছুক্ষণপর পুরো আসনেই ভোট বন্ধের ঘোষণা দেন ইসি। এই ভোটের অনিয়মের কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করে জড়িতদের শাস্তির আওতায় আনার ঘোষণাও দেন সিইসি।

সেই কমিটি ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এরআগে প্রথমবার গাইবান্ধা-৫ আসনের ৫১ টি কেন্দ্রের তদন্ত প্রতিবেদন জমা দেন কমিটি। কিন্তু শুধু ৫১টি কেন্দ্রের বাইরে অন্য কেন্দ্রগুলোতে অনিয়ম ছিল কি না তা জানতে আগ্রহ প্রকাশ করে কমিশন। এরই পরিপেক্ষিতে দ্বিতীয়ধাপে অন্যসবগুলো কেন্দ্রে তদন্ত করে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলে কমিশন।  

এমএল/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়