শিরোনাম
◈ এ মাসের মধ্যেই হাদি হত্যাকাণ্ডে জড়িতদের মুখোশ উন্মোচন করা হবে: নৌ উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না ◈ বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল ◈ ৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ (ভিডিও) ◈ খালেদা জিয়ার ভারতের জলপাইগুড়িতে জন্ম ও শৈশব নিয়ে যা জানা যায় ◈ ২১ বছর পর চূড়ান্ত হলো জাতীয় নগর উন্নয়ন নীতিমালা, নগরায়ণে নতুন দিশা দিচ্ছে সরকার

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৫:৩৫ বিকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করা সেই প্রার্থীর মনোনয়ন বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন খেলাফত মজলিসের প্রার্থী ড. মো. আজাবুল হক। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে আজাবুল হকসহ নাটোরের ৩৫ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আসমা শাহীন। 

মনোনয়নপত্র বাতিল হওয়া অন্যরা হলেন- নাটোর-১ আসনের গণসংহতি আন্দোলনের সেন্টু আলী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দলের বাবু হোসেন, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের এনপিপির প্রার্থী জিএএ মুবিন ও স্বতন্ত্র প্রার্থী সাবেক সচিব জাতীয় পার্টির নেতা নূরুন্নবী মৃধা এবং নাটোর-৩ (সিংড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও বিএনপির (বিদ্রোহী) ফাতেমা খানম। 

এর আগে, গত ২৯ ডিসেম্বর পর্যন্ত জেলার চারটি আসনে মোট ৩৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। সাতজনের প্রার্থিতা বাতিল হওয়ায় এখন নাটোর-১ আসনে ১০, নাটোর-২ আসনে ৬, নাটোর-৩ আসনে ৭ ও নাটোর-৪ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

প্রার্থিতা বাতিলের বিষয়ে কথা বলার জন্য বারবার চেষ্টা করেও খেলাফত মজলিসের প্রার্থী আজাবুল হককে পাওয়া যায়নি।

আজাবুল হকের হলফনামায় উল্লেখ করা হয়, তিনি গত ২০ ডিসেম্বর যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়