শিরোনাম
◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৫, ১২:৫৬ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ জানুয়ারির মধ্যে কর্মকর্তা-কর্মচারীর গোয়েন্দা প্রতিবেদন চায় ইসি

নির্বাচন ভবনে কর্মরত সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর গোয়েন্দা প্রতিবেদন চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ জানুয়ারির মধ্যে কর্মকর্তা-কর্মচারিদের গোয়েন্দা প্রতিবেদন দিতে বলেছে সংস্থাটি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সংস্থাটির জনবল ব্যবস্থাপনা শাখা-১ এর সহকারী সচিব মোহাম্মদ শাহীনুর রহমান এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছেন।

দপ্তর ও শাখা প্রধানদের অধীন কর্মকর্তা-কর্মচারীদের তথ্য (বাবা ও মায়ের নাম, পদবি, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর) ১২ জানুয়ারির মধ্যে জমা দিতে বলা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, নির্বাচন ভবনকে ‘কী পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই)' তালিকাভুক্ত করায় ২০২৪ সালের ২৮ আগস্ট  জরিপের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী স্পর্শকাতর এলাকাসহ নির্বাচন ভবনে কর্মরত কর্মকর্তা/কর্মচারী ও নিরাপত্তা নিয়োজিত কর্মীসহ সবার তথ্য বছরে একবার এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা) বা এসবি (পুলিশের বিশেষ শাখা)  কর্তৃক জরুরি ভিত্তিতে ভেটিং সম্পন্ন করার সুপারিশ করা হয়। এর প্রেক্ষিতে নির্বাচন ভবনের কর্মরত সবার তথ্যগুলো প্রয়োজন।

এ অবস্থায় নির্বাচন ভবনে কর্মরত সব কর্মকর্তা/কর্মচারীর তথ্য ১২ জানুয়ারির মধ্যে অনুবিভাগ/দপ্তর ভিত্তিক একত্রীকরণ করে জনবল ব্যবস্থাপনা-১ শাখায় প্রেরণ করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সূত্র : ঢাকাপোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়