শিরোনাম
◈ মার্কিন নিষেধাজ্ঞা ভারতের দুই কোম্পানির ওপর, জব্দ করা হবে সম্পদ ◈ ১২ বছরে  শাজাহান খান গংরা লুটেছেন ১২ হাজার কোটি টাকা ◈ দিল্লিতে শেখ হাসিনা ‘গৃহবন্দী’ ইঙ্গিত দিলো ভারতীয় সংবাদমাধ্যম (ভিডিও) ◈ যুবলীগ নেতা পুলিশ হেফাজত থেকে উধাও, ওসিসহ ৪ পুলিশ প্রত্যাহার ◈ বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল ◈ বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে ভারতের সীমান্তে মৌমাছি মোতায়েন ◈ বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে হত্যা ◈ ভারত-বাংলাদেশ সুসম্পর্কের পথে বড় বাধা সীমান্ত হত্যা: পররাষ্ট্র উপদেষ্টা ◈ সমন্বয়কদের কোন্দলে নরসিংদীতে সভা না করেই ফিরলেন সারজিস আলম (ভিডিও) ◈ ভারতের ‘সেভেন সিস্টার্সে’ বাংলাদেশের ভূমিকা কী ?

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৪, ০৭:২৮ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৪, ০২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপজেলা নির্বাচন বিষয় নিয়ে ২৫ এপ্রিল ডিসি-এসপিদের সঙ্গে বৈঠকে বসবে ইসি 

এম এম লিংকন: [২] এদিন বেলা ১১ টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এই সভায় অন্য চার কমিশনার, সচিব ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ সব বিভাগীয় কমিশনারসহ রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। 

[৩] সম্প্রতি ইসির উপসচিব আতিয়ার রহমান সংশ্লিষ্টদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশনা পাঠিয়েছেন।

[৪] নির্দেশনাটি জনপ্রশাসন মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, মহাপুলিশ পরিদর্শক, সব বিভাগীয় কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক, সব ডিসি ও এসপিদের পাঠানো হয়েছে।

[৫] চার ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এবার উপজেলা পরিষদ নির্বাচনের মধ্যে তিন ধাপের তফসিল ইতিমধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

[৬] তফসিল অনুযায়ী প্রথম ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ও বাছাই ইতোমধ্যে শেষ করেছে ইসি।এতে বৈধ প্রার্থী হয়েছে এক হাজার ৭৮৬ জন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ১৫০ উপজেলায় ভোটগ্রহণ হবে ৮ মে।

[৭] তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ১৬১ উপজেলায় ভোটগ্রহণ হবে ২১ মে। তৃতীয় ধাপে তফসিল অনুযায়ী, ১১২ উপজেলায় ভোট হবে ২৯শে মে। আর ৫ জুন চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রাথমিক তারিখ ঘোষণা করেছে ইসি। সম্পাদনা: সমর চক্রবর্তী

এমএমএল/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়