শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৪, ০৭:২৮ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৪, ০২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপজেলা নির্বাচন বিষয় নিয়ে ২৫ এপ্রিল ডিসি-এসপিদের সঙ্গে বৈঠকে বসবে ইসি 

এম এম লিংকন: [২] এদিন বেলা ১১ টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এই সভায় অন্য চার কমিশনার, সচিব ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ সব বিভাগীয় কমিশনারসহ রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। 

[৩] সম্প্রতি ইসির উপসচিব আতিয়ার রহমান সংশ্লিষ্টদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশনা পাঠিয়েছেন।

[৪] নির্দেশনাটি জনপ্রশাসন মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, মহাপুলিশ পরিদর্শক, সব বিভাগীয় কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক, সব ডিসি ও এসপিদের পাঠানো হয়েছে।

[৫] চার ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এবার উপজেলা পরিষদ নির্বাচনের মধ্যে তিন ধাপের তফসিল ইতিমধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

[৬] তফসিল অনুযায়ী প্রথম ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ও বাছাই ইতোমধ্যে শেষ করেছে ইসি।এতে বৈধ প্রার্থী হয়েছে এক হাজার ৭৮৬ জন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ১৫০ উপজেলায় ভোটগ্রহণ হবে ৮ মে।

[৭] তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ১৬১ উপজেলায় ভোটগ্রহণ হবে ২১ মে। তৃতীয় ধাপে তফসিল অনুযায়ী, ১১২ উপজেলায় ভোট হবে ২৯শে মে। আর ৫ জুন চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রাথমিক তারিখ ঘোষণা করেছে ইসি। সম্পাদনা: সমর চক্রবর্তী

এমএমএল/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়