শিরোনাম
◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৪, ০৩:৫৭ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২৪, ১২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপজেলায় দলীয় প্রতীকসহ প্রার্থী দিতে আগ্রহীদের তালিকা দিতে ইসির নির্দেশ 

এম এম লিংকন: [২] কাজী হাবিবুল আউয়াল কমিশন বলছে, চেয়ারম্যান/ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রতীকসহ অংশগ্রহণের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা সমপর্যায়ের পদাধিকারীর নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরসহ তালিকা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 

[৩] পাশাপাশি এ সংক্রান্ত তালিকা নির্বাচন কমিশনেও পাঠানোর অনুরোধ করেছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি।

[৪] রোববার ( ২৪ মার্চ)  নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। 

[৫] ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, ৮ মে দেশের ১৫২টিতে প্রথম ধাপেসহ মোট চার ধাপে উপজেলা পরিষদের ভোট গ্রহণ হবে।  

[৬] ইতোমধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ উপজেলাসহ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্ষমতাসীন দলটি চায়ছে, স্থানীয় সরকারের নির্বাচনে বেশী প্রার্থী অংশ গ্রহণে ভোট পড়ার হার বাড়াতে। 

[৭] আবার দ্বাদশ ভোট বর্জনকরা বিরোধী দল বিএনপি এ ভোটে অংশ  নেবে না তা জানিয়ে দিয়েছে। আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেউ অংশ গ্রহণ করলে তাকে বহিষ্কারের ঘোষণাও দিয়েছে দলটি।  

[৮] সবমিলিয়ে ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদের ভোট নির্দলীয় প্রতীকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

[৯] ইসির নিবন্ধিত ৪৪ টি  রাজনৈতিক দলের মধ্যে দ্বাদশ  নির্বাচনে ২৯টি দল অংশ নেয়। বিএনপিসহ সমমনা ১৫টি দল ভোটে অংশ নেওয়া থেকে বিরত ছিল।সম্পাদনা: সমর চক্রবর্তী

এমএল/এসসি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়