শিরোনাম
◈ কোটা আন্দোলন চলাকালে এক নেতা নুরকে চার লাখ টাকা দেন: ডিবিপ্রধান ◈ কোটা আন্দোলনের ৩ সমন্বয়কারীকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কোটা আন্দোলনে ভর করে সহিংসতা ঘটিয়েছে বিএনপি-জামায়াত: পররাষ্ট্রমন্ত্রী ◈ ঐক্যের ডাকে প্রমাণ হয়েছে স্বাধীনতা বিরোধী শক্তিই বিএনপি’র দোসর: ওবায়দুল কাদের ◈ বিবাহবিচ্ছেদের মামলা করায় পাকিস্তানে কন্যার পা কেটে নিলেন বাবা ◈ দ্রুত গাজায় যুদ্ধবিরতি চুক্তি করতে নেতানিয়াহুকে বাইডেনের তাগাদা ◈ দেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করার লক্ষ্যে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালানো হয়: প্রধানমন্ত্রী ◈ চলমান পরিস্থিতিতে তৈরি পোশাক খাতে আস্থার সংকটে ক্রেতারা ◈ এইচএসসির উত্তরপত্র আপাতত বোর্ডে না পাঠানোর নির্দেশ ◈ দেশকে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এ সহিংসতা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৩১ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএসসি পরীক্ষায় ১ম ও ২য় স্থান অর্জনকারী ক্যাডেট কলেজের পরীক্ষার্থীদের সম্মাননা 

মাসুদ আলম: [২] ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বাংলাদেশ ক্যাডেট কলেজসমূহ থেকে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে সংশ্লিষ্ট বোর্ড ফলাফলে ১ম ও ২য় স্থান অর্জনকারী ক্যাডেটদেরকে অভিভাবকদের উপস্থিতিতে সোমবার ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল ও সভাপতি ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন। সূত্র-আইএসপিআর। 

[৩] এসএসসি পরীক্ষার বোর্ড ফলাফলে মেধা তালিকায় এবার রাজশাহী ক্যাডেট কলেজ থেকে ক্যাডেট মুহতাসিম ফুয়াদ ১ম স্থান ও ক্যাডেট মো. নাহিদ মুর্শেদ শাহ ২য় স্থান, ঝিনাইদহ ক্যাডেট কলেজ হতে ক্যাডেট মো. শাহরিয়ার রহমান, রংপুর ক্যাডেট কলেজ থেকে ক্যাডেট রায়হান কবির এবং বরিশাল ক্যাডেট কলেজ হতে ক্যাডেট সৈয়দ আল ওয়াসী ২য় স্থান অর্জন করেন।

[৪] উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল ও সভাপতি ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ কৃতি ক্যাডেটগণ ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানান। তাদের এই অর্জন ক্যাডেট কলেজের ঐতিহ্য ও সুনামকে সমুন্নত রাখবে ও অন্যান্য ক্যাডেটদের সাফল্য অর্জনে অনুপ্রেরণা যোগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সম্পাদনা: কামরুজ্জামান

এমএ/কে/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়