শিরোনাম
◈ আসন সমঝোতা নিয়ে চরম বিপাকে জামায়াত, ৩৪৮ আসন চায় শরিকরা ◈ নতুন নেতৃত্বের অপেক্ষা: বিদায় চান শিবির সভাপতি জাহিদুল, কে ধরছেন হাল? ◈ তারেক রহমানের দেশে ফেরা কেন ভারতের জন্য সুসংবাদ? যা বলল ইন্ডিয়া টুডে ◈ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে যা বললেন কংগ্রেস নেতা শশী থারুর (ভিডিও) ◈ রাজবাড়ীতে গণপিটুনিতে একজন নিহতের ঘটনায় বিবৃতি ◈ বাসায় ফিরেছেন তারেক রহমান, কৃতজ্ঞতা প্রকাশ ◈ পে স্কেল নিয়ে নতুন কর্মসূচির পথে সরকারি কর্মচারীরা ◈ ১৬ মিনিটের সম্পূর্ণ বক্তব্যে যা বললেন তারেক রহমান (ভিডিও) ◈ এবার ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ◈ অসুস্থ মাকে দেখে গুলশানের বাসায় ফিরলেন তারেক রহমান

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৮:৩৬ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৮:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরও ৭৪২ জন শনাক্ত, মৃত্যু ৩

যথাসময়ে ব্যবস্থা না নেওয়ায় নিয়ন্ত্রণের বাইরে ডেঙ্গু, অভিমত বিশেষজ্ঞদের

মাজহারুল মিচেল: [২] চলতি বছর ডিসেম্বর মাসের শেষেও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। ডেঙ্গু মোকাবেলায় যথাসময়ে ব্যবস্থা না নেওয়াই এ পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

[৩] রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মুশতাক হোসেন বলেন, এ বছর দেশে ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হলেও ডেঙ্গু মোকাবেলায় এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর কোনো টাস্কফোর্স কমিটি গঠন করেনি।

[৪] এপিডেমিওলজিক্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইপাব) সভাপতি অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো হিউম্যান রিসোর্স (জনবল)। যে হারে রোগী বেড়েছে, সেই অনুপাতে আমাদের হাসপাতালগুলোতে জনবল নেই।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম রোববার (৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৬ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮৬ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৬৩২ জনের মৃত্যু হয়েছে।

[৬] বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৯৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৩ লাখ ১৩ হাজার ৭০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ৯ হাজার ১০৪ জন। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়