শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৩, ১০:১২ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২৩, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাবিতে দীর্ঘদিন মসজিদ নির্মাণ কাজ স্থগিত, রেজিস্ট্রার ভবনে তালা দেয়ার আল্টিমেটাম

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম বরকত হল ও আ ফ ম কামাল উদ্দিন হল সংলগ্ন মসজিদের নির্মাণ কাজ দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে। গত বছরের এপ্রিলে কাজ শুরুর পর এ নিয়ে মোট চার বার বন্ধ হলো মসজিদের এই নির্মাণ কাজ। নির্মাণ কাজ পুনরায় চালু এবং অতি দ্রুত কাজ শেষ করার দাবিতে মানববন্ধন করেছে দুই হলের আবাসিক শিক্ষার্থীরা। এসময় চলতি মাসের ১০ তারিখে রেজিস্ট্রার ভবন ও প্রকল্প অফিসে তালা ঝুলিয়ে দেয়ার আল্টিমেটাম দেন তারা।

আজ শুক্রবার (১লা ডিসেম্বর) জুম্মা নামাযের পর দুপুর দুইটার দিকে নির্মাণাধীন মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দুই হলের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এতে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে পুনরায় নির্মাণ কাজ চালু করার দাবি জানান।

এর আগে মসজিদের ইমাম আব্দুল কাদির বলেন, আমি দীর্ঘ ৩৬ বছর যাবৎ এই বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত আছি। মসজিদে ইমামতির পাশাপাশি আমি এই এলাকার বাসিন্দাদের একজন। আমরা মসজিদের মুসল্লি হিসেবে ঈমানী দায়িত্ব এই কাজ শুরুর জন্য সর্বাত্মক চেষ্টা করা। শিক্ষার্থীরা মানববন্ধন করছে, আমরা দোয়া করি যেন আমাদের সেজদা দেয়ার স্থান (মসজিদ) এর কাজ যেন দ্রুত শুরু করে।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ও শহীদ সালাম বরকত হলের আবাসিক শিক্ষার্থী  রাফিউল ইসলাম রনি বলেন, মসজিদ নির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন টালবাহানা শুরু করেছে। এরই মধ্যে চারবার স্থগিত হয়েছে কাজ। অথচ বিশ্ববিদ্যালয়ে অন্যান্য প্রকল্পের কাজ দিন রাত ২৪ ঘণ্টা চলমান। আমরা এই মানববন্ধন থেকে ঘোষণা দিচ্ছি, আগামী ১০ তারিখ মধ্যে কাজ শুরু না হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং প্রকল্প অফিসে আমরা তালা ঝুলিয়ে দিবো। যতদিন কাজ শুরু না হবে ততদিন এই তালা থাকবে। আমরা আগামী মাসের মধ্যে এই মসজিদে নামাজ শুরু করতে চাই।

ইউআরপি বিভাগের ও আ ফ ম কামাল উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী মো. মূসা ভূঁইয়া বলেন, মসজিদের কাজ নিয়ে এতো টালবাহানা আমরা আর কোথাও দেখি নাই। দেড় বছরের মধ্যে একতলা একটি মসজিদ তারা করতে পারেনি। এটা স্পষ্টতই উদাসীনতা।

উল্লেখ্য, দুই হলের  শিক্ষার্থীদের জন্য সমন্বিত একটি মসজিদ নির্মাণ করা হয় ১৯৯০ সালে। তবে নির্মাণকাজ সমাপ্ত হওয়ার কিছুদিন পর থেকে পাঁচবার সংস্কার করা হয়েছিল পুরাতন মসজিদটি। পরবর্তিতে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জরাজীর্ণ মসজিদ ভেঙে নতুন মসজিদ নির্মাণের কাজ শুরু হয় ২০২২ সালের এপ্রিলে। এর মধ্যে নকশা এবং আসন ও অর্থ জটিলতায় কয়েক দফায় কাজ স্থগিত হয়ে যায়। অবশেষে চলতি বছরের  ১৯ আগস্ট সকালে ঢালাইয়ের কাজ চলাকালীন ছাদ ধসের ঘটনা ঘটে।

উল্লেখ্য, ১৯৯০ সালে মসজিদটি নির্মিত হয়। এর পর দীর্ঘদিন বেহাল দশায় থাকার পর শিক্ষার্থীদের দাবির মুখে পরবর্তীতে ২০২২ সালের এপ্রিলে পুরাতন জরাজীর্ণ মসজিদ ভেঙে নতুন মসজিদ নির্মাণের কাজ শুরু হয়। এর মাঝ বিভিন্ন সময়ে মসজিদের কাজ বন্ধ হয়ে যায়। এছাড়া চলতি বছরের ১৯ আগস্ট ছাদ ঢালাইয়ের কাজ চলাকালীন ছাদ ধ্বসের ঘটনা ঘটে। তখনও কিছুদিন বন্ধ থাকে নির্মাণ কাজ। এ ঘটনার পর ঢিমেতালে কাজ শুরু হলেও অক্টোবরের মাঝমাঝি সময়ে নির্মাণ কাজের বিল পাস না হওয়ার অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান 'মেসার্স ফরমিলা আক্তার কনস্ট্রাকশন।' এরপর থেকে মসজিদটির নির্মাণ কাজ বন্ধ থাকলেও হল প্রশাসন থেকে বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়