ইদুল হাসান, ইবি: [২] ১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএস) চূড়ান্ত পরীক্ষায় সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৭জন শিক্ষার্থী। এই পরীক্ষায় সারাদেশে মোট ১০৪ জন শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
[৩] ইবি থেকে সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- আইন বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ফাতেমা জান্নাত, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের রুবাইয়া ইয়াসমিন, মারিয়া সুলতানা, ২০১২-১৩ শিক্ষাবর্ষের সেলিনা শেলী, ২০১০-১১ শিক্ষাবর্ষের ফারজানা ইভা, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আরিফ হোসেন এবং আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আসাদুজ্জামান নুর।
[৪] রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
[৫] আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সাহিদা আখতার বলেন, আইন অনুষদের সাফল্য দেখে আমি গৌরববোধ করছি। এই অনুষদের নতুন একটি বিভাগ যেখানে একটি ব্যাচ মাত্র অনার্স সম্পন্ন করেছে। আমাদের বিভাগেরও একজন ছাত্র সুপারিশ প্রাপ্ত হয়েছে। এতে অন্য শিক্ষার্থীরাও অনুপ্রেরণা পাবে। সম্পাদনা: হ্যাপী
প্রতিনিধি/এইচএ