অপূর্ব চৌধুরী, জবি: [২] ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) সাফায়েত মাহমুদ বলেছেন, ফার্মেসি অনেক প্রাচীন একটি প্রফেশন। ফার্মেসিকে বাদ দিয়ে স্বাস্থ্যখাত কল্পনা করা যায়না। ভবিষ্যতের স্বাস্থ্য খাতের অবস্থা বিবেচনায় কোয়ালিটি ফার্মাসিস্ট দরকার। আর মেধা না থাকলে যোগ্য ফার্মাসিস্ট হওয়া যায়না।
[৩] সোমবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
[৪] সাফায়েত মাহমুদ বলেন, সবসময় নিজেদের প্রস্তুত রাখতে হবে৷ আমি প্রত্যাশা করি জীবনমানের উন্নয়নের ফার্মাসিস্টরা ভূমিকা রাখবে।
[৫] বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করে জবির ফার্মেসি বিভাগ৷ সকালে র্যালির মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। পরবর্তীতে পোস্টার প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও অনুষ্ঠান আয়োজন করা হয়।
[৬] ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সায়েদুর রহমান।
[৭] বিশ্ববিদ্যালয়ের লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার বলেন, সবারই মৌলিক চাহিদা স্বাস্থ্য। আর এই মৌলিক চাহিদা পূরণে ফার্মেসি বিভাগ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে৷ আমি প্রত্যাশা করি জনস্বাস্থ্যের যেখানে গ্যাপ আছে সেখানে এই বিভাগের শিক্ষার্থীরা যোগ্যতা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাবে৷
[৮] এসময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল ও অন্যান্য অতিথিবৃন্দ।
[৯] মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/একে