শিরোনাম
◈ সরকার পুঁজিবাজার সংস্কারে আনবে বিদেশি বিশেষজ্ঞ , পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল ◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল ◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি ◈ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ (ভিডিও) ◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৪২ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্তমান ক্রান্তিকালে ছাত্রদেরই সতর্ক থাকতে হবে: ড. কামালউদ্দীন আহমদ 

অপূর্ব চৌধুরী, জবি: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেছেন, বর্তমান সময়ের ক্রান্তিকালে আমাদের ছাত্রদেরই বেশি সতর্ক থাকতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ উন্নয়ন কর্মকান্ডের দাবীদার এই ছাত্রলীগ। যাদের আন্দোলনের জন্য ছাত্রীদের একমাত্র হল হয়েছে এবং কেরানীগঞ্জে বিশাল ক্যাম্পাসের জায়গা পাওয়া গেছে।

[৩] রোববার (২৪ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে ‘জাতির জনক ও বাংলাদেশ’ শীর্ষক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিল্পকর্ম প্রদর্শনীর পুরস্কার বিতরণী ও উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

[৪] অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, ছাত্রলীগের মূলনীতি শিক্ষা,শান্তি ও প্রগতি। যেকোনো ছাত্র সংগঠনের জন্যই এই ৩টি শব্দের গুরুত্ব অপরিসীম। এটি আমাদেরকে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। আর বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করলে ছাত্রলীগ কখনও অপকর্ম করে দেশ ও দলের ক্ষতি চাইবে না।

[৫] জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি তামজিদা ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা ও চারুকলা বিভাগের অধ্যাপক ড. বজলুর রশীদ খান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন। 

[৬] এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক,শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীরা।

[৭] কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নিচতলায় শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হয়। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/আইএফ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়