শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:৩৮ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে হিমেল-রকি

জবি প্রতিনিধি: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ১৩তম আবর্তনের মো. মোস্তাফিজুর রহমান হিমেল এবং সাধারণ সম্পাদক হিসেবে ১৫তম আবর্তনের কাজী মাহমুদুল হাসান রকি মনোনীত হয়েছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) উপদেষ্টামন্ডলীরা কমিটি ঘোষণা করেন।

[৩] কমিটিতে অন্যান্য পদে সিনিয়র সভাপতি অপূর্ব চৌধুরী, সহ-সভাপতি তানভীর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তালহা আহমেদ, ফয়সাল আহমেদ, মাহিয়া চৌধুরী ও সাদিয়া আফরিন মৌরি এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন আহাম্মেদ আলী। 

[৪] ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবগঠিত কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান হিমেল বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত সকল ভাই-বোনের কল্যাণে কাজ করে যেতে চাই। কেবল পদ পদবী নয় বরং তিতাস পাড়ের সবার সুখ-দুঃখে পাশে থাকতে চাই ছাত্রকল্যাণের ব্যানারে৷ আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে। সবাইকে নিয়ে সেগুলো বাস্তবায়ন করতে পারবো বলে আশা করছি। 

[৫] সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল হাসান রকি বলেন, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ একটি পরিবার। এখানে সবাই সবার পাশে থাকে। সবার সহযোগিতা কামনা করছি। সম্পাদনা: এ আর শাকিল


প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়