শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৬ জুন, ২০২৩, ০১:২৫ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৩, ০১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবির ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হয়েছেন মানিকগঞ্জের মেয়ে নিশান

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা-২০২২-২০২৩ সেশনে "ক" ইউনিটে মানবিক বিভাগে মেধা তালিকায় দ্বিতীয় হয়েছেন মানিকগঞ্জের মেয়ে শাহরিন শাহরিয়ার নিশান। তার প্রাপ্ত নম্বর হলো ৯৬.৭৫। 

শাহরিন শাহরিয়ার নিশান বলেন, আল্লাহর দরবারে শুকরিয়া। ভাবিনি এতোটা ভালো রেজাল্ট করবো। শিক্ষকদের গাইডলাইন অনুযায়ী লেখাপড়া করেছি। মা বাবা দোয়া করেছেন। নিজে পরিশ্রম করে চেষ্টা করেছি। এ ফলাফল নিয়ে আমি খুব খুশি। আগামী দিনের জন্য সকলের কাছে দোয়া চাই। 

প্যারাগন কোচিং মানিকগঞ্জ শাখার পরিচালক আবু ফাহাদ বলেন, নিশান অত্যন্ত মেধাবী একজন ছাত্রী। সে মানিকগঞ্জ এস কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে (মাধ্যমিক) জিপিএ-৫ এবং মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকেও এইচএসসি (উচ্চ মাধ্যমিক) মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তাকে (নিশান) নিয়ে আমরা আশাবাদী ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পাস করবে। তবে মেধা তালিকায় দ্বিতীয় হওয়ার প্যারাগন কোচিং এর সবাই খুবি আনন্দিত ও খুশি। নিশানের শিক্ষা জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সে (নিশান) আমাদের মানিকগঞ্জের গর্ব।

এ বিষয়ে  নিশানের মা আফরোজা বেগম বলেন, মহান আল্লাহর নিকট লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সহায় ছিল বলেই এতো বড় প্রাপ্তি সম্ভব হয়েছে। আমার মেয়ে অনেক চেষ্টা করছে, পরিশ্রম করেছে। ওর পরিশ্রমের ফল পেয়েছে। আমার মেয়ে নিশান ঢাবি'র ক ইউনিটে (মানবিক বিভাগ) ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হয়েছে। এই অনুভূতি বলে বোঝানো যাবে না। আমরা সবাই অনেক খুশি। নিশান ছোট বেলা থেকেই মেধাবী, ও এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে। আমার মেয়েরও ইচ্ছা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করবে, আল্লাহ ওর মনের ইচ্ছা পূরণ করেছেন। নিশান অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করেছে বলেই ঢাবিতে চান্স পেয়েছে।

তিনি আরও বলেন, আমার মেয়ে ঢাবি থেকে অনার্স শেষ করে উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ নিয়ে দেশের বাহিরে যেতে চায় এবং জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করার অনেক ইচ্ছা আছে। আমি পেশায় একজন স্কুল শিক্ষিকা, সেই দিক থেকে আজকে নিজেকে সফল মা হিসেবে মনে হচ্ছে।

নিশানের বাবা রেজা শাহরিয়ার ইমরোজ আহমেদ বলেন, নিশানের নিজে পরিশ্রম করে। অভিভাবক হিসেবে আমরা শুধু দিক নির্দেশনা দিয়েছি৷ তার পছন্দ অনুযায়ী লেখাপড়া করতে দিয়েছি। তার সিদ্ধান্তকে গুরুত্ব দিয়েছি। 

নিশানের মা আফরোজা বেগম মানিকগঞ্জ সদর উপজেলার ২৫ নং নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং তার বাবা রেজা শাহরিয়ার ইমরোজ আহমেদ মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী পেশায় আছেন। মানিকগঞ্জ জেলা শহরেই তাদের বাড়ি।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়